বরগুনার দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসায় দাখিল পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার করে নিজের উত্তরপত্র ও অন্যদের মোবাইল দেখে লেখার ভিডিও ধারণ করে এক পরীক্ষার্থী। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়কে তাকে একদল কিশোর মারধর করে।
ঘটনার পর পরীক্ষাকেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ মুহা. মামুন অর রশিদকে দায়িত্বে অবহেলার কারণে বরখাস্ত করেছে জেলা প্রশাসন। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এক সংবাদকর্মী জানান, মারধরের সময় পরীক্ষার্থীর মা উপস্থিত ছিলেন এবং পথচারীরা গিয়ে হামলাকারীদের নিবৃত করেন। তবে পরীক্ষার্থী ও তার মা ভিডিও ধারণের বিষয়টি অস্বীকার করেছেন। বরগুনা সদর থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।