ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিশ্বজুড়ে মোবাইল গেমারদের সংখ্যা বেড়েই চলেছে কাশ্মীর ইস্যুর উত্তেজনার মধ্যেই ভারতের ৬৩০ বিলিয়ন রুপির রাফাল-এম চুক্তি, বার্তা চীন-পাকিস্তানকে কাশ্মীরে পর্যটক নিহতের ঘটনায় ভারতকে দায়ী করলেন শহীদ আফ্রিদি জলাবদ্ধতা নিরসনে ৪০০ কোটি টাকা চাইলেন চসিক মেয়র শিক্ষার্থীদের শ্রেণিমুখী রাখতে কো-কারিকুলার কার্যক্রমে জোর স্টিকার ছাড়া সচিবালয়ে যানবাহন প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঝিলমিল আবাসিক প্রকল্পে বাড়ি নির্মাণের নির্দেশ, না মানলে বাতিল ও জরিমানার হুঁশিয়ারি রাশিয়া ও সৌদি আরব থেকে ৭০ হাজার টন সার আমদানির অনুমোদন, ব্যয় ৪৫২ কোটি টাকা ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত, কওমি শিক্ষার্থীদের ক্ষোভ আলুবীজের ন্যায্য মূল্য দাবিতে বগুড়া ও জয়পুরহাটে কৃষকদের মানববন্ধন

মীরসরাইয়ে বোরো ধান ঘরে তোলার ব্যস্ততা

মীরসরাইয়ে কোন কোন স্থানে কাল বৈশাখীতে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এবার অনুকূল আবহাওয়ার দরুণ বোরো ধানের প্রত্যাশিত ফলন হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। হালকা বৃষ্টি ও বৈশাখী ঝড়ের কারণে পুনরায় বড় ক্ষতির আশঙ্কায় কোন কোন স্থানে কৃষকরা বোরা ধান ঘরে তুলতে নেমে গেছে ফসলের মাঠে।

 

সরেজমিনে দেখা গেছে, মীরসরাই উপজেলা কিছু এলাকায় ফসলের মাঠে ধান কাটতে ব্যস্ত অনেক কৃষক। পূর্ব কাটাছরা গ্রামের কৃষক আবুল হোসেন বেশ কয়েকজন ধানকাটার লোক নিয়ে ধান কাটছিলেন। ফলন কেমন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, গতবার আগাম ঝড় ও বৃষ্টিপাতের কারণে কিছু ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল। এবার শুরুতে তাপদাহ থাকলেও বৈশাখী ঝড়ে তাপমাত্রা একটু কমে আসায় স্বস্তি আসলেও বেড়েছে ঝুঁকি। তবে আশা করা যাচ্ছে ফলন ভালো হবে। এবার বাজারে ভালো দাম পেলে সব পুষিয়ে উঠবে।

 

এবারের নতুন জাতের বোরো বীজের চাষাবাদের ধানে পোকামাকড়ের সংখ্যাও কম বলে জানান কৃষকরা।

 

এ বিষয়ে মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, এবার পরীক্ষিত ও ভালো জাতের ধানের বীজ সরবরাহ করা হয়েছিল। আশা করা যাচ্ছে ফলন ও লক্ষ্যমাত্রা যথার্থ থাকবে। উপজেলায় এবার ১৯২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। গত বছর থেকে প্রায় শত হেক্টর বেশি।

 

কৃষি কর্মকর্তা আরো বলেন, কয়েকদিনের তাপদাহের দরুণ এবার আগাম পেকেও গেছে বোরো ধান। তাই কৃষকরা এখন থেকেই ঘরে তোলা শুরু করেছে ধান। অনেক কৃষক তাপদাহের কারণে শ্রমিক সংকটের আশঙ্কাও করছেন।

জনপ্রিয়

বিশ্বজুড়ে মোবাইল গেমারদের সংখ্যা বেড়েই চলেছে

মীরসরাইয়ে বোরো ধান ঘরে তোলার ব্যস্ততা

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

মীরসরাইয়ে কোন কোন স্থানে কাল বৈশাখীতে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এবার অনুকূল আবহাওয়ার দরুণ বোরো ধানের প্রত্যাশিত ফলন হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। হালকা বৃষ্টি ও বৈশাখী ঝড়ের কারণে পুনরায় বড় ক্ষতির আশঙ্কায় কোন কোন স্থানে কৃষকরা বোরা ধান ঘরে তুলতে নেমে গেছে ফসলের মাঠে।

 

সরেজমিনে দেখা গেছে, মীরসরাই উপজেলা কিছু এলাকায় ফসলের মাঠে ধান কাটতে ব্যস্ত অনেক কৃষক। পূর্ব কাটাছরা গ্রামের কৃষক আবুল হোসেন বেশ কয়েকজন ধানকাটার লোক নিয়ে ধান কাটছিলেন। ফলন কেমন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, গতবার আগাম ঝড় ও বৃষ্টিপাতের কারণে কিছু ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল। এবার শুরুতে তাপদাহ থাকলেও বৈশাখী ঝড়ে তাপমাত্রা একটু কমে আসায় স্বস্তি আসলেও বেড়েছে ঝুঁকি। তবে আশা করা যাচ্ছে ফলন ভালো হবে। এবার বাজারে ভালো দাম পেলে সব পুষিয়ে উঠবে।

 

এবারের নতুন জাতের বোরো বীজের চাষাবাদের ধানে পোকামাকড়ের সংখ্যাও কম বলে জানান কৃষকরা।

 

এ বিষয়ে মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, এবার পরীক্ষিত ও ভালো জাতের ধানের বীজ সরবরাহ করা হয়েছিল। আশা করা যাচ্ছে ফলন ও লক্ষ্যমাত্রা যথার্থ থাকবে। উপজেলায় এবার ১৯২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। গত বছর থেকে প্রায় শত হেক্টর বেশি।

 

কৃষি কর্মকর্তা আরো বলেন, কয়েকদিনের তাপদাহের দরুণ এবার আগাম পেকেও গেছে বোরো ধান। তাই কৃষকরা এখন থেকেই ঘরে তোলা শুরু করেছে ধান। অনেক কৃষক তাপদাহের কারণে শ্রমিক সংকটের আশঙ্কাও করছেন।