এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার (২৫ এপ্রিল) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।
তিনি জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারের বাড়তি ব্যয় হবে ২২৯ কোটি টাকা। তবে এখনো এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়নি।
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন।
এমপিও স্কিমের আওতায় সরকার শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ১০০ শতাংশ এবং মাসিক ভাতা দিয়ে থাকে। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থী সংখ্যা ও ফলাফল বিবেচনায়ও প্রতিষ্ঠানগুলো এমপিও সুবিধা পেয়ে থাকে।