বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় রাজবাড়ীতে আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে ২০ নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তামজিদ আহমেদ এ আদেশ দেন।
কারাগারে পাঠানো অপরাধীরা হলেন- রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন আহম্মেদ সুজন, সাজ্জাদুল কবির জিম, ইব্রাহিম মণ্ডল, দেলোয়ার হোসেন রনি, সোহরাব রিপন মোল্লা, রনি, আমিরুল ইসলাম, আইয়ুব শেখ, পান্নু সরদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও ২০ নেতাকর্মী।
মামলাটি করেছেন রাজীব মোল্লা নামের একজন শিক্ষার্থী। এতে সাবেক এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়। ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় মামলাটি হয়।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক জানান, আসামিরা হাইকোর্টের আদেশ অমান্য করেছেন এবং জজকোর্টে হাজির হননি। আজ ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হলে উচ্চ আদালতের আদেশ অমান্য করায় বিচারক সবাইকে কারাগারে পাঠান।