জাপানের কানসাই অঞ্চলের ওসাকায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড এক্সপো ২০২৫-এ বাংলাদেশের প্যাভিলিয়ন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে প্যাভিলিয়নের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–
বাণিজ্য মন্ত্রণালয়, রফতানি উন্নয়ন ব্যুরো (EPB) ও জাপানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে আব্দুর রহিম খান বলেন:
“ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশের প্যাভিলিয়নে রফতানি পণ্যের প্রদর্শন আমাদের দেশের জন্য বিশ্বব্যাপী পরিচিতি বাড়াবে এবং বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে সহায়ক হবে।”
বাংলাদেশ প্যাভিলিয়ন ১৮টি জোনে বিভক্ত।প্রদর্শিত হবে বাংলাদেশের সম্ভাবনাময় রফতানি পণ্য।স্টলগুলোতে থাকবে বস্ত্র, হস্তশিল্প, চামড়া, আইটি, কৃষিপণ্যসহ নানা খাতের উদ্ভাবন ও সামগ্রী।
ওয়ার্ল্ড এক্সপো ২০২৫-এ ১৬৫টি দেশ অংশ নিচ্ছে।এই এক্সপো চলবে ছয় মাসব্যাপী।এটি বিনিয়োগ, ব্যবসা ও সাংস্কৃতিক বিনিময়ের আন্তর্জাতিক মঞ্চ হিসেবে বিবেচিত।
বাংলাদেশ প্যাভিলিয়নের স্টল ঘুরে দেখে প্রতিনিধি দল প্রস্তুতি ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। আগামীকাল (১২ এপ্রিল) হবে ওয়ার্ল্ড এক্সপো ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন।
এই মেগা ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করছে।