ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

তরুণদের জন্য ফেসবুকের নতুন উদ্যোগ: শুরু হলো পডকাস্ট সিরিজ #ফেসবুকআইআরএল স্টোরিজ

বিশ্ব সম্পর্কে জানার আগ্রহ তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি যুক্ত করে তুলছে। বিশেষ করে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ ফেসবুকের মাধ্যমে নিজেদের মত প্রকাশ, জ্ঞান অর্জন এবং কমিউনিটির সঙ্গে যুক্ত হয়ে উঠছে।

 

এই প্রেক্ষাপটে বাংলাদেশে ফেসবুক চালু করেছে একেবারেই নতুন একটি পডকাস্ট সিরিজ—

#FacebookIRL Series যেখানে তুলে ধরা হবে, তরুণেরা কীভাবে ফেসবুক ব্যবহার করে নিজেদের জীবনে ও সমাজে পরিবর্তন আনছেন।

এই পডকাস্টের মূল উপস্থাপক কনটেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী।

 

এই সিরিজে যেসব পডকাস্ট থাকবে—

–সফল কনটেন্ট ক্রিয়েটরদের গল্প।

–ছোট ও মাঝারি ব্যবসার (SMB) উদ্যোক্তাদের অভিজ্ঞতা।

–কমিউনিটি লিডারদের সাফল্যের পথচলা।

 

এই গল্পগুলো তরুণদের নিজেদের পছন্দের বিষয় নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থবহ সংযুক্তির সুযোগ তৈরি করবে।

 

কাদের জন্য উপযোগী এই সিরিজ?

–যারা কনটেন্ট তৈরি করছেন বা করতে চান।

–যারা নিজের কমিউনিটি গড়ে তুলতে চান।

–যারা নিজের ব্যবসা শুরু করতে আগ্রহী

–যারা ফেসবুককে ব্যবহার করে উন্নয়ন ও প্রভাব বিস্তারের গল্প জানতে চান

 

কোথায় পাবেন এই পডকাস্ট?

–টাইগার মিডিয়া এবং এর ডিজিটাল সহযোগীরা:

  • ১.কেবলগ্রাম
  • ২.নাটশেল টুডে
  • ৩.সোজু টুডে

–ফেসবুকে #ফেসবুকআইআরএল হ্যাশট্যাগ অনুসরণ করে

–সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে টিপস ও কৌশল সংগ্রহ করা যাবে।

 

 

উপস্থাপক আমিন হান্নান চৌধুরীর ভাষায়,

 “ফেসবুক সব সময়ই কনটেন্ট ক্রিয়েটর ও দর্শকদের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করেছে। এবার সফলদের গল্পের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করার এই চেষ্টাকে আমি স্বাগত জানাই।”

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

তরুণদের জন্য ফেসবুকের নতুন উদ্যোগ: শুরু হলো পডকাস্ট সিরিজ #ফেসবুকআইআরএল স্টোরিজ

প্রকাশিত: ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বিশ্ব সম্পর্কে জানার আগ্রহ তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি যুক্ত করে তুলছে। বিশেষ করে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ ফেসবুকের মাধ্যমে নিজেদের মত প্রকাশ, জ্ঞান অর্জন এবং কমিউনিটির সঙ্গে যুক্ত হয়ে উঠছে।

 

এই প্রেক্ষাপটে বাংলাদেশে ফেসবুক চালু করেছে একেবারেই নতুন একটি পডকাস্ট সিরিজ—

#FacebookIRL Series যেখানে তুলে ধরা হবে, তরুণেরা কীভাবে ফেসবুক ব্যবহার করে নিজেদের জীবনে ও সমাজে পরিবর্তন আনছেন।

এই পডকাস্টের মূল উপস্থাপক কনটেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী।

 

এই সিরিজে যেসব পডকাস্ট থাকবে—

–সফল কনটেন্ট ক্রিয়েটরদের গল্প।

–ছোট ও মাঝারি ব্যবসার (SMB) উদ্যোক্তাদের অভিজ্ঞতা।

–কমিউনিটি লিডারদের সাফল্যের পথচলা।

 

এই গল্পগুলো তরুণদের নিজেদের পছন্দের বিষয় নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থবহ সংযুক্তির সুযোগ তৈরি করবে।

 

কাদের জন্য উপযোগী এই সিরিজ?

–যারা কনটেন্ট তৈরি করছেন বা করতে চান।

–যারা নিজের কমিউনিটি গড়ে তুলতে চান।

–যারা নিজের ব্যবসা শুরু করতে আগ্রহী

–যারা ফেসবুককে ব্যবহার করে উন্নয়ন ও প্রভাব বিস্তারের গল্প জানতে চান

 

কোথায় পাবেন এই পডকাস্ট?

–টাইগার মিডিয়া এবং এর ডিজিটাল সহযোগীরা:

  • ১.কেবলগ্রাম
  • ২.নাটশেল টুডে
  • ৩.সোজু টুডে

–ফেসবুকে #ফেসবুকআইআরএল হ্যাশট্যাগ অনুসরণ করে

–সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে টিপস ও কৌশল সংগ্রহ করা যাবে।

 

 

উপস্থাপক আমিন হান্নান চৌধুরীর ভাষায়,

 “ফেসবুক সব সময়ই কনটেন্ট ক্রিয়েটর ও দর্শকদের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করেছে। এবার সফলদের গল্পের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করার এই চেষ্টাকে আমি স্বাগত জানাই।”