ঢাকা ০১:৪৫:৪৩ পিএম, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিশ্বজুড়ে মোবাইল গেমারদের সংখ্যা বেড়েই চলেছে কাশ্মীর ইস্যুর উত্তেজনার মধ্যেই ভারতের ৬৩০ বিলিয়ন রুপির রাফাল-এম চুক্তি, বার্তা চীন-পাকিস্তানকে কাশ্মীরে পর্যটক নিহতের ঘটনায় ভারতকে দায়ী করলেন শহীদ আফ্রিদি জলাবদ্ধতা নিরসনে ৪০০ কোটি টাকা চাইলেন চসিক মেয়র শিক্ষার্থীদের শ্রেণিমুখী রাখতে কো-কারিকুলার কার্যক্রমে জোর স্টিকার ছাড়া সচিবালয়ে যানবাহন প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঝিলমিল আবাসিক প্রকল্পে বাড়ি নির্মাণের নির্দেশ, না মানলে বাতিল ও জরিমানার হুঁশিয়ারি রাশিয়া ও সৌদি আরব থেকে ৭০ হাজার টন সার আমদানির অনুমোদন, ব্যয় ৪৫২ কোটি টাকা ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত, কওমি শিক্ষার্থীদের ক্ষোভ আলুবীজের ন্যায্য মূল্য দাবিতে বগুড়া ও জয়পুরহাটে কৃষকদের মানববন্ধন

পরিবেশবান্ধব অর্থায়নে ২০ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ!

বাংলাদেশ ব্যাংক ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব অর্থায়নের ২০ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ করতে হবে। এছাড়া, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে ঋণের ২৫ শতাংশ বরাদ্দ করতে হবে। আর সিএমএসএমই ঋণের মধ্যে ১৫ শতাংশ নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে।

 

সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

 

বর্তমানে ব্যাংকগুলোর পরিবেশবান্ধব খাতে মোট ঋণের ৫ শতাংশ বিতরণের নির্দেশনা রয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও টেকসই শিল্পায়নে সিএমএসএমই খাতের পাশাপাশি নারী উদ্যোগ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার কর্তৃক ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য সিএমএসএমই খাতের পাশাপাশি অর্থনীতিতে নারীর ক্ষমতায়ন, লিঙ্গবৈষম্য রোধ এবং নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তবে এখনও সিএমএসএমই এবং নারী উদ্যোগ খাতে কাঙ্ক্ষিত মাত্রায় অর্থায়ন হচ্ছে না। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এসব খাতে অর্থায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এই লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সিএমএসএমই এবং নারী উদ্যোগ খাতে অর্থায়ন বৃদ্ধির জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পরিবেশবান্ধব অর্থায়নের মধ্যে ২৫ শতাংশ সিএমএসএমই খাতে এবং ২০ শতাংশ নারী উদ্যোগ খাতে বরাদ্দ নিশ্চিত করতে হবে। এছাড়া, সিএমএসএমই খাতের ঋণের মধ্যে ১৫ শতাংশ নারী উদ্যোগ খাতে বিতরণ করতে হবে।

জনপ্রিয়

বিশ্বজুড়ে মোবাইল গেমারদের সংখ্যা বেড়েই চলেছে

পরিবেশবান্ধব অর্থায়নে ২০ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ!

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

বাংলাদেশ ব্যাংক ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব অর্থায়নের ২০ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ করতে হবে। এছাড়া, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে ঋণের ২৫ শতাংশ বরাদ্দ করতে হবে। আর সিএমএসএমই ঋণের মধ্যে ১৫ শতাংশ নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে।

 

সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

 

বর্তমানে ব্যাংকগুলোর পরিবেশবান্ধব খাতে মোট ঋণের ৫ শতাংশ বিতরণের নির্দেশনা রয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও টেকসই শিল্পায়নে সিএমএসএমই খাতের পাশাপাশি নারী উদ্যোগ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার কর্তৃক ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য সিএমএসএমই খাতের পাশাপাশি অর্থনীতিতে নারীর ক্ষমতায়ন, লিঙ্গবৈষম্য রোধ এবং নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তবে এখনও সিএমএসএমই এবং নারী উদ্যোগ খাতে কাঙ্ক্ষিত মাত্রায় অর্থায়ন হচ্ছে না। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এসব খাতে অর্থায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এই লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সিএমএসএমই এবং নারী উদ্যোগ খাতে অর্থায়ন বৃদ্ধির জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পরিবেশবান্ধব অর্থায়নের মধ্যে ২৫ শতাংশ সিএমএসএমই খাতে এবং ২০ শতাংশ নারী উদ্যোগ খাতে বরাদ্দ নিশ্চিত করতে হবে। এছাড়া, সিএমএসএমই খাতের ঋণের মধ্যে ১৫ শতাংশ নারী উদ্যোগ খাতে বিতরণ করতে হবে।