প্রায় সাত বছর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চারদিনের সফরের অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ শুক্রবার (১৪ মার্চ) সফরের দ্বিতীয় দিনে তিনি সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠক সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।
এরপর বেলা ১১টায় জাতিসংঘ মহাসচিব কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
দুপুর ১২টায় গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে তিনি:
- রোহিঙ্গা কালচারাল সেন্টারে সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ করবেন।
- রোহিঙ্গা লার্নিং সেন্টারে গিয়ে রোহিঙ্গা যুবকদের সঙ্গে মতবিনিময় করবেন।
- রোহিঙ্গা জনগোষ্ঠীর তৈরি পাটজাত পণ্যের কারখানা পরিদর্শন করবেন।
অন্যদিকে, ড. ইউনূস কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে একটি প্রকল্প উদ্বোধন করবেন এবং পরে একটি জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর তিনি নামাজ ও বিশ্রামের জন্য বিরতি নেবেন।
দুপুর ২টার পর ড. ইউনূস রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং মতবিনিময় করবেন। পরবর্তীতে দুইজন একসঙ্গে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন।