আমদানিকৃত বিভিন্ন ফলে উৎসে কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ‘তাজা বা শুকনো’ কমলালেবু ও লেবু জাতীয় ফল, আঙুর, আপেল ও নাশপাতি ইত্যাদি ফল আমদানিতে উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত একটি আদেশ জারি করে। অবিলম্বে এটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে ফল আমদানির ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক, ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক, ৩০ শতাংশ সম্পূরক শুল্ক, ৫ শতাংশ অগ্রিম কর, ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ আগাম কর আছে। সব মিলিয়ে এত দিন শুল্ক-করভার ১৩৬ শতাংশ। ১০০ টাকার ফল আমদানি করলে ১৩৬ টাকা কর দিতে হতো। উৎসে কর কমানোর ফলে আমদানিকৃত এসব ফলের দাম কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।