ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে: আমান উল্লাহ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, “দেশ নিয়ে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি।” বৃহস্পতিবার (১৩ মার্চ) যশোরের একটি হোটেলে বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপির শীর্ষ নেতারা এবং দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমান উল্লাহ আমান বলেন, “শেখ হাসিনা আক্রোশের বশবর্তী হয়ে গুম, খুন, অত্যাচার-নির্যাতন চালিয়েছেন এবং হাজার হাজার কোটি টাকা লুট করেছেন। তাকে বিচারের মুখোমুখি হতে হবে।” তিনি আরও বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। ভবিষ্যতে নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় আসবে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন:

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম

সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান

কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহইয়া

 

বিএনপি নেতারা সরকারবিরোধী আন্দোলন আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে: আমান উল্লাহ

প্রকাশিত: ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, “দেশ নিয়ে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি।” বৃহস্পতিবার (১৩ মার্চ) যশোরের একটি হোটেলে বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপির শীর্ষ নেতারা এবং দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমান উল্লাহ আমান বলেন, “শেখ হাসিনা আক্রোশের বশবর্তী হয়ে গুম, খুন, অত্যাচার-নির্যাতন চালিয়েছেন এবং হাজার হাজার কোটি টাকা লুট করেছেন। তাকে বিচারের মুখোমুখি হতে হবে।” তিনি আরও বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। ভবিষ্যতে নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় আসবে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন:

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম

সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান

কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহইয়া

 

বিএনপি নেতারা সরকারবিরোধী আন্দোলন আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।