কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, লঙ্ঘন করলে আজীবন বহিষ্কার থাকবে।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। কেউ এ নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ শাস্তি হিসেবে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।
সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. সুলতান মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম ও ৯৮তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের যেকোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা নিষিদ্ধ।
৯৮তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী, যদি কোনো শিক্ষার্থীর রাজনৈতিক সম্পৃক্ততা তদন্তে প্রমাণিত হয়, তাহলে তাকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিনেন্স রুলস অ্যান্ড রেগুলেশন্সের ২০ নম্বর ধারা অনুযায়ী, কোনো ছাত্র বা গোষ্ঠী রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবে না।কেউ সরাসরি রাজনীতিতে জড়িত থাকলে তদন্তসাপেক্ষে কঠোর শাস্তি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনেক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ সিদ্ধান্তের প্রশংসা করে পোস্ট দিয়েছেন।