বাংলাদেশে সব সমস্যা সমাধান গণতান্ত্রিক উপায়ে হওয়ার ব্যাপারে জোর দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা একটি ‘স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল’ বাংলাদেশকে সমর্থন করি। যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের মাধ্যমে সব সমস্যা সমাধান করা হবে।
শুক্রবার (৭ মার্চ) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
কলকাতায় যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠকে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
জয়সওয়াল বলেন, উভয়পক্ষ গঙ্গার পানি চুক্তি, পানি প্রবাহ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে।
বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর সহিংসতার বিষয়ে জয়সওয়াল বলেন, আমরা আশা করি বাংলাদেশ খুন, অগ্নিসংযোগ এবং সহিংসতার ঘটনাগুলো যথাযথভাবে তদন্ত করবে এবং জড়িতদের শাস্তির আওতায় আনবে।