সারাদেশে যৌথ বাহিনীর চলমান অভিযানে এ পর্যন্ত ২৯৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে ১৪৮ জনকে।
বুধবার পুলিশ সদর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- রিভলবার ১৭, পিস্তল ৭৩, রাইফেল ২১, শটগান ৩৬, পাইপগান ৭, শুটারগান ৪০, এলজি ২৮, বন্দুক ৪১, একে ৪৭ ১, এসএমজি ৫, গ্যাসগান ৪, এয়ারগান ১০, এসবিবিএল ১০, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি।
উল্লেখ্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র্যাব কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ অভিযান অব্যাহত আছে।