শনিবার (৮ ফেব্রুয়ারি) দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ বলেন, তরুণ গণিতবিদদের অদম্য মেধা, অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠা আমাদের সবাইকে গর্বিত করেছে। তারা শুধু প্রতিযোগিতায় অংশ নেয়নি, বরং বিশ্বকে দেখিয়েছে যে বাংলাদেশের মেধাবীরা বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে নেই।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের এই সাফল্য সমগ্র জাতির জন্য এক অনন্য প্রেরণা। তোমাদের এই অর্জন আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলেছে যে, আমরা বিশ্বের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তোমাদের এই সাফল্য যেন ভবিষ্যতের পথচলায় আরও উৎসাহ ও প্রেরণা যোগায়।”
অনুষ্ঠানে বাংলার ম্যাথ-এর পথচলা, চ্যালেঞ্জ ও ভবিষ্যত ভাবনা বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন সংগঠনের তিন সহ-উদ্যোক্তা আহমেদ শরিয়ার, এসএম মাহতাব হোসেন এবং আশরাফুল আল শাকুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহ্রুখ মহিউদ্দিন, গণিতপ্রেমী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উল্লেখ্য, বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ (ডব্লিউএমটিসি) ২০২৪-এ অংশগ্রহণ করে অসাধারণ সাফল্য অর্জন করেছে। কাতারের দোহায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল ৬টি স্বর্ণপদক, ১১টি রৌপ্যপদক, ৭টি ব্রোঞ্জপদক ও ৩টি মেধা সম্মাননাসহ মোট ২৭টি পদক অর্জন করেছে।