মোবাইলে পহেলগাঁও হামলার একটি ভিডিও (রিল) দেখছিলেন ২৩ বছর বয়সি যুবক। আর সেই অপরাধে মারধরের শিকার হলেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের ভোপাল থেকে ইন্দোরগামী একটি ট্রেনের ভেতরে।
এ ঘটনায় ভারত সরকারের রেলওয়ে পুলিশে (জিআরপি) একটি এফআইআর দায়ের করেছেন ভুক্তভোগী। এজাহারে তিনি লিখেছেন, মোবাইলে পহেলগাঁও হামলার একটি রিল দেখার কারণে ট্রেনের ভেতর কয়েকজন মিলে তাকে মারধর করেছেন। এনডিটিভি
রেলওয়ে পুলিশ কর্মকর্তা রাশমি পাতিদার ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১১৮, ২৯৬ ও ৩৫১ অনুচ্ছেদের আলোকে অভিযোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযোগকারী হামলার মেডিকেল রিপোর্টও দাখিল করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এজাহারে অভিযোগকারী আরও জানান, প্রথমে দুই যুবক তার সঙেগ্ বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তার গায়ে হাত তোলেন। মারধরের সময় চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ারও হুমকি দেন।
এ ব্যাপারে জিআরপি স্টেশন ইনচার্জ বলেন, ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার হুমকির কারণে এজাহারে আরও দুটি সেকশন যুক্ত হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা হয়। এতে ২৫ ভারতীয় ও এক নেপালি নিহত হয়েছেন। পরে ‘দ্য রেজিস্টান্স ফ্রন্ট’ নামের একটি সশস্ত্র সংগঠন হামলার দায় স্বীকার করে।