জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে খাবারের দাম বেড়ে যাওয়ায় এক হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট সংলগ্ন ‘মামা-ভাগিনা’ হোটেলে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে দূরদূরান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছ থেকে খাবারের দাম বেশি নিচ্ছিল মামা-ভাগিনা হোটেল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ অভিযোগ পেয়ে হোটেলটিতে অভিযান চালায়। অভিযোগের সত্যতা পাওয়ার পর হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মামা-ভাগিনা হোটেলের মালিক মো. সোহেল রানা বলেন, “প্রশাসন আমাদের মূল্য তালিকা দিলেও বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সেই তালিকা অনুযায়ী চলা সম্ভব হচ্ছে না। এ ছাড়া ভর্তি পরীক্ষার সময় আমরা খাবারের মানও উন্নত করেছি। সে কারণে দাম কিছুটা বেশি রাখা হয়েছে। তবে ভবিষ্যতে এমনটি আর হবে না।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে মামা-ভাগিনা হোটেলে অভিযান চালানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় হোটেল মালিককে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বটতলা ও অন্যান্য এলাকাতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।”
উল্লেখ্য, রোববার (৯ ফেব্রুয়ারি) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে ‘ডি’ ইউনিটের নারী শিক্ষার্থীদের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।