রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার চাঞ্চল্যকর ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত ১নং আসামি কিং মাহফুজসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারি বিভাগ।
গ্রেফতাররা হলেন- মাহফুজ ওরফে মাহফুজ সরকার, জাহিদুল ভুঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক ও সোহান মিয়া।
শুক্রবার (৩১ জানুয়ারি) পটুয়াখালী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের সহযোগিতায় মিনহাজ হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করে ডিবি ওয়ারি জোনাল টিম।
ডিবি-ওয়ারি বিভাগ সূত্রে জানা গেছে, নিহত মিনহাজুল যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকার দনিয়া কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। গত ২৬ জানুয়ারি দনিয়া কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মিনহাজুলের সঙ্গে মাহফুজ ওরফে কিং মাহফুজসহ অন্য আসামিদের তর্কবিতর্ক হয়।
২৮ জানুয়ারি বিকালে মিনহাজ ও তার বন্ধু আহাদ দনিয়া কলেজের সামনে গেলে সেখানে কিং মাহফুজসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে সুইচ গিয়ার, চাকু, চাপাতি, রাম দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মিনহাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
গুরুতর আহত মিনহাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মিনহাজুলের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে কিং মাহফুজসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে যাত্রবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।
মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। অতঃপর শুক্রবার (৩১ জানুয়ারি) পটুয়াখালী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের সহযোগিতায় মিনহাজ হত্যা মামলায় জড়িত কিং মাহফুজ গ্রুপের প্রধান এবং এজাহারভুক্ত ১নং আসামি কিং মাহফুজ ওরফে মাহফুজ সরকার, এজাহারভুক্ত ২নং আসামি জাহিদুল ভুঁইয়া শাওনসহ সাব্বির সরকার, আশিক ও সোহান মিয়াকে গ্রেফতার করে ডিবি ওয়ারি জোনাল টিম।
ডিবি ওয়ারি বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতাররা ভিকটিম মিনহাজকে পূর্বশক্রতার জেরে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় আরও দুইজন আসামিকে এর মধ্যে থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।