ঢাকা , সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন আবারও শাস্তির মুখে তাওহিদ হৃদয়, চার ম্যাচের নিষেধাজ্ঞা সোমালিয়ার পুন্টল্যান্ডে সামরিক রাডার স্থাপন করলো সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত আন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা এখনো অটুট: আলজাজিরাকে ড. ইউনূস উখিয়ায় স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালো স্বামী বাঁশখালীতে অগ্নিকাণ্ডে গোয়ালঘর ও গবাদি পশু পুড়ে ছাই রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আগামীকাল পুলিশের উপর রিকশাচালকদের হামলায় আরও ৪জন গ্রেপ্তার বাঁশখালীতে এস আলমের হাজার কোটি টাকার জমি জব্দের আদেশ

আন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা এখনো অটুট: আলজাজিরাকে ড. ইউনূস

বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারই তাদের জন্য ভালো সমাধান—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরার বৈশ্বিক সাক্ষাৎকার সিরিজ ‘টক টু আল–জাজিরা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রোববার আল–জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে চলে যেতে বলছে না, বরং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সরকারের দিকেই তাকিয়ে আছে। তিনি বলেন, “আজ আমাদের নির্বাচন। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে জনগণ বলছে, দ্রুত অন্তর্বর্তী সরকারকে বিদায় করো।”

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ড. ইউনূস বলেন, এই সিদ্ধান্তের একটি বড় অংশ দলটির ওপর নির্ভর করছে। আওয়ামী লীগকে আগে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। পাশাপাশি, নির্বাচন কমিশনের ভূমিকা এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সহায়তায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মিয়ানমারের সঙ্গে সমঝোতার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, সংস্কারের তালিকা ছোট হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন শেষ করা হবে। তিনি সাফ জানিয়ে দেন, “নির্বাচন জুনের পরে যাবে না।”

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার পতনের পরবর্তী সময়কে ‘মধুচন্দ্রিমা’ শেষ হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “জনগণের অধৈর্য্যতা এবং রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতায় আমরা এগিয়ে যাচ্ছি। জনগণ এখনো অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখছে।”

সূত্র: আল-জাজিরা, আলাপচারিতা ‘টক টু আল–জাজিরা’।

জনপ্রিয়

পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

আন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা এখনো অটুট: আলজাজিরাকে ড. ইউনূস

প্রকাশিত: ৬ ঘন্টা আগে

বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারই তাদের জন্য ভালো সমাধান—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরার বৈশ্বিক সাক্ষাৎকার সিরিজ ‘টক টু আল–জাজিরা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রোববার আল–জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে চলে যেতে বলছে না, বরং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সরকারের দিকেই তাকিয়ে আছে। তিনি বলেন, “আজ আমাদের নির্বাচন। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে জনগণ বলছে, দ্রুত অন্তর্বর্তী সরকারকে বিদায় করো।”

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ড. ইউনূস বলেন, এই সিদ্ধান্তের একটি বড় অংশ দলটির ওপর নির্ভর করছে। আওয়ামী লীগকে আগে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। পাশাপাশি, নির্বাচন কমিশনের ভূমিকা এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সহায়তায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মিয়ানমারের সঙ্গে সমঝোতার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, সংস্কারের তালিকা ছোট হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তালিকা বড় হলে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন শেষ করা হবে। তিনি সাফ জানিয়ে দেন, “নির্বাচন জুনের পরে যাবে না।”

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার পতনের পরবর্তী সময়কে ‘মধুচন্দ্রিমা’ শেষ হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “জনগণের অধৈর্য্যতা এবং রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতায় আমরা এগিয়ে যাচ্ছি। জনগণ এখনো অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখছে।”

সূত্র: আল-জাজিরা, আলাপচারিতা ‘টক টু আল–জাজিরা’।