ঢাকা , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল ৪৪তম থেকে ৪৭তম বিসিএস: পিএসসির নতুন সময়সূচি প্রকাশ শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু “জুলাই-আগস্টে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু, দাফন দিল্লিতে” — সালাহউদ্দিন আহমেদ কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম চালু তোফায়েল আহমেদের মৃত্যুর খবর গুজব, তিনি সুস্থ আছেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ‘আপন কফি হাউজ’-এর সামনের মারধরের ঘটনায় তরুণীর খোঁজ মেলেনি, মামলা পুলিশের হালখাতার মতো রাষ্ট্রেরও নবায়ন হোক: এনসিপি নেতা নাহিদ ইসলাম

জয়পুরহাটে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মাঠে হামলা

জয়পুরহাটের আক্কেলপুরে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করতে হামলা চালিয়েছে স্থানীয় জনতা। ক্ষোভে টিন দিয়ে ঘেরা মাঠের বাউন্ডারি (বেড়া) ভাঙচুর করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার বিকালে জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের অদূরে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আগামীকাল বুধবার ওই মাঠে দুই নারী ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল।

মঙ্গলবার বিকালে খেলার মাঠে হামলা চালিয়ে ওই টিনের বেড়া ভাঙচুরের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করা হয়। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হয়ে সমাবেশ করছেন। সেখানে কয়েকজন বক্তব্য দেন। তারা নারীদের পর্দার কথা উল্লেখ করে ফুটবল ম্যাচ বন্ধ রাখার দাবি জানান।

একজন বক্তাকে বলতে শোনা যায়, ‘যারা মেয়েদের লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চান, আমি তাদের সর্তক করতে চাই, আপনারা সাবধান হন। আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন, তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, তিলকপুরের স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে প্রায় দেড় মাস আগে আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ার বসে খেলা দেখার জন্য ৭০ টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা করা হয়। এ টুর্নামেন্টে দিনাজপুরের পার্বতীপুর ফুটবল একাদশ ও জয়পুরহাট ফুটবল একাদশ ফাইনালে ওঠে।

এ ফাইনাল খেলায় মাঠে দর্শক সমাগম বাড়াতে আয়োজক টি স্টার ক্লাবের পক্ষ থেকে- মূল (ফাইনাল) ম্যাচের আগে জয়পুরহাট ও রংপুর জেলার নারী ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের ঘোষণা দেয়া হয়।

মাঠের টিনের বেড়া ভাঙচুরের ঘটনার ব্যাপারে- তিলকপুরের টি স্টার ক্লাবের সভাপতি স্থানীয় বিএনপি নেতা সামিউল হাসান বলেন, আগামীকাল বুধবার বিকালে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের প্রীতি খেলা ছিল। এর আগে আজ মঙ্গলবার আসরের নামাজের পর এক দল মুসল্লি খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছেন। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।’

এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান নারীদের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন ও খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ইউএনও স্যার আজকে বিকেলে আমাকে জানিয়েছেন, আগামীকাল বুধবার খেলার আয়োজকদের ও বিরোধিতাকারীদের সঙ্গে বৈঠকে বসবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ‘আগামীকাল নারী দলের ফুটবল খেলার কথা আয়োজকরা জানায়নি। খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি জানা নেই। আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বিরাজের কথা জানতে পেরে বুধবার তাদের নিয়ে বসার কথা রয়েছে।’

স্থানীয়রা জানান, মাঠ টিনের বেড়া দিয়ে ঘিরে টিকিটের বিনিময়ে খেলার আয়োজন করা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে এক ধরনের অসন্তোষ বিরাজ করছিল। সম্প্রতি স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে ওই খেলার মাঠের টিনের বেড়া খুলতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা ফুটবল দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় তিলকপুর ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিলেন।

জনপ্রিয়

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিলো ইসরায়েল

জয়পুরহাটে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মাঠে হামলা

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুরে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করতে হামলা চালিয়েছে স্থানীয় জনতা। ক্ষোভে টিন দিয়ে ঘেরা মাঠের বাউন্ডারি (বেড়া) ভাঙচুর করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার বিকালে জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনের অদূরে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আগামীকাল বুধবার ওই মাঠে দুই নারী ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল।

মঙ্গলবার বিকালে খেলার মাঠে হামলা চালিয়ে ওই টিনের বেড়া ভাঙচুরের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করা হয়। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হয়ে সমাবেশ করছেন। সেখানে কয়েকজন বক্তব্য দেন। তারা নারীদের পর্দার কথা উল্লেখ করে ফুটবল ম্যাচ বন্ধ রাখার দাবি জানান।

একজন বক্তাকে বলতে শোনা যায়, ‘যারা মেয়েদের লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চান, আমি তাদের সর্তক করতে চাই, আপনারা সাবধান হন। আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন, তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, তিলকপুরের স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে প্রায় দেড় মাস আগে আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ার বসে খেলা দেখার জন্য ৭০ টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা করা হয়। এ টুর্নামেন্টে দিনাজপুরের পার্বতীপুর ফুটবল একাদশ ও জয়পুরহাট ফুটবল একাদশ ফাইনালে ওঠে।

এ ফাইনাল খেলায় মাঠে দর্শক সমাগম বাড়াতে আয়োজক টি স্টার ক্লাবের পক্ষ থেকে- মূল (ফাইনাল) ম্যাচের আগে জয়পুরহাট ও রংপুর জেলার নারী ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের ঘোষণা দেয়া হয়।

মাঠের টিনের বেড়া ভাঙচুরের ঘটনার ব্যাপারে- তিলকপুরের টি স্টার ক্লাবের সভাপতি স্থানীয় বিএনপি নেতা সামিউল হাসান বলেন, আগামীকাল বুধবার বিকালে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের প্রীতি খেলা ছিল। এর আগে আজ মঙ্গলবার আসরের নামাজের পর এক দল মুসল্লি খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছেন। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।’

এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান নারীদের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন ও খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ইউএনও স্যার আজকে বিকেলে আমাকে জানিয়েছেন, আগামীকাল বুধবার খেলার আয়োজকদের ও বিরোধিতাকারীদের সঙ্গে বৈঠকে বসবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ‘আগামীকাল নারী দলের ফুটবল খেলার কথা আয়োজকরা জানায়নি। খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়টি জানা নেই। আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বিরাজের কথা জানতে পেরে বুধবার তাদের নিয়ে বসার কথা রয়েছে।’

স্থানীয়রা জানান, মাঠ টিনের বেড়া দিয়ে ঘিরে টিকিটের বিনিময়ে খেলার আয়োজন করা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে এক ধরনের অসন্তোষ বিরাজ করছিল। সম্প্রতি স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে ওই খেলার মাঠের টিনের বেড়া খুলতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা ফুটবল দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় তিলকপুর ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিলেন।