ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিভিল সার্জনদের আন্তরিকতায় স্বাস্থ্যসেবার মান ২৫ শতাংশ বাড়ানো সম্ভব: ড. ইউনূস চট্টগ্রামে বজ্রবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: ক্রীড়া উপদেষ্টা আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ করলো তালেবান প্রাথমিকে দেশসেরা প্রধান শিক্ষক হলেন মোস্তফা কামাল স্বপন কঙ্গোতে ভয়াবহ বন্যায় মৃত্যু ১০০ ইসরায়েলি হামলায় গাজায় ২৬ ফিলিস্তিনি নিহত রেকর্ড লবণ উৎপাদনেও ন্যায্যমূল্য বঞ্চিত চাষিরা, সরাসরি কিনবে সরকার মুক্তাগাছায় চায়ের দোকানে ট্রাক, ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু জুলাই  গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত শেষ, সোমবার আনুষ্ঠানিক ব্রিফিং

ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর ঐক্য অত্যাবশ্যক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা দেশের সব কাঠামো ধ্বংস করে পালিয়েছে। সুতরাং যারা বলে হাসিনা আবার ফিরে আসবে, স্পষ্ট করে বলতে চাই- তা কখনো সম্ভব না। তা আমরা হতে দেব না। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর ঐক্য অত্যাবশ্যক।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা মামুনুল হক বলেন, আমরা আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে দেখতে চাই না। সীমান্ত রক্ষাকারীদের কোনো লাশ দেখতে চাই না।

তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন সেক্টরে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে, তাদের ধরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলেই এদেশে শান্তি ফিরে আসবে।

খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা কাজী জাবের বীন মুহসিন, হেফাজত ইসলাম কেন্দ্রীয় সহ-সভাপতি কামাল উদ্দিন, খেলাফত মজলিস এর সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ আতিয়ার রহমান, খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মাওলানা জুবায়ের খান, নড়াইল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহসিন উদ্দিন, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি আরিফুল জামান, খেলাফত মজলিত ঢাকা মহানগরের সভাপতি মুফতী জাহিদুল জামানসহ অন্যরা।

জনপ্রিয়

সিভিল সার্জনদের আন্তরিকতায় স্বাস্থ্যসেবার মান ২৫ শতাংশ বাড়ানো সম্ভব: ড. ইউনূস

ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর ঐক্য অত্যাবশ্যক

প্রকাশিত: ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা দেশের সব কাঠামো ধ্বংস করে পালিয়েছে। সুতরাং যারা বলে হাসিনা আবার ফিরে আসবে, স্পষ্ট করে বলতে চাই- তা কখনো সম্ভব না। তা আমরা হতে দেব না। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর ঐক্য অত্যাবশ্যক।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা মামুনুল হক বলেন, আমরা আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে দেখতে চাই না। সীমান্ত রক্ষাকারীদের কোনো লাশ দেখতে চাই না।

তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন সেক্টরে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে, তাদের ধরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলেই এদেশে শান্তি ফিরে আসবে।

খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা কাজী জাবের বীন মুহসিন, হেফাজত ইসলাম কেন্দ্রীয় সহ-সভাপতি কামাল উদ্দিন, খেলাফত মজলিস এর সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ আতিয়ার রহমান, খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মাওলানা জুবায়ের খান, নড়াইল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহসিন উদ্দিন, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি আরিফুল জামান, খেলাফত মজলিত ঢাকা মহানগরের সভাপতি মুফতী জাহিদুল জামানসহ অন্যরা।