ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

মানুষ হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চেয়েছিল: ধর্ম উপদেষ্টা

মানুষ হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

 

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

ধর্ম উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার মানুষকে গুম, খুন, হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। আগামীতে এ দেশে দিনের আলোয় র্নিবাচন হবে, যখন নির্বাচন হবে তখন সবাই আপনারা দিনে আলোতেই ভোট দেবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠান, আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। দয়া করে কোনো চোর-বাটপার ধান্দাবাজকে সংসদে পাঠাবেন না।

 

তিনি আরও বলেন, আমাদের দেশের শিক্ষিত মানুষেরা কলমের খোঁচায় চুরি করে। টাকা ছাড়া এ দেশের ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। আমরা ক্ষমতার জন্য পাগল, একবার ক্ষমতায় গেলে আর নামতে চাই না। প্রয়োজনে হাজার হাজার মানুষ মেরে আমাদের ক্ষমতায় থাকতে হবে।

 

তাফসীরুল কোরআন মাহফিলে হাফেজ মাওলানা গাজী আল মাহমুদের সভাপত্বিতে কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমাদের তত্ত্বাবধানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খাঁন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল অন্যান্যরা। পরে তাফসীরুল কুরআন মাহফিলে দেশের বিভিন্ন ওলামা একরাম বয়ান করেন।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

মানুষ হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চেয়েছিল: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

মানুষ হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

 

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

ধর্ম উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার মানুষকে গুম, খুন, হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। আগামীতে এ দেশে দিনের আলোয় র্নিবাচন হবে, যখন নির্বাচন হবে তখন সবাই আপনারা দিনে আলোতেই ভোট দেবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠান, আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। দয়া করে কোনো চোর-বাটপার ধান্দাবাজকে সংসদে পাঠাবেন না।

 

তিনি আরও বলেন, আমাদের দেশের শিক্ষিত মানুষেরা কলমের খোঁচায় চুরি করে। টাকা ছাড়া এ দেশের ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। আমরা ক্ষমতার জন্য পাগল, একবার ক্ষমতায় গেলে আর নামতে চাই না। প্রয়োজনে হাজার হাজার মানুষ মেরে আমাদের ক্ষমতায় থাকতে হবে।

 

তাফসীরুল কোরআন মাহফিলে হাফেজ মাওলানা গাজী আল মাহমুদের সভাপত্বিতে কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমাদের তত্ত্বাবধানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খাঁন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল অন্যান্যরা। পরে তাফসীরুল কুরআন মাহফিলে দেশের বিভিন্ন ওলামা একরাম বয়ান করেন।