ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ আর নেই ৫ মে’র ঘটনার ভিডিওচিত্র প্রদর্শন করল হেফাজতে ইসলাম গাইবান্ধা নওগাঁয় বজ্রপাতে দুইজনের মৃত্যু খালেদা জিয়ার আগমন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা দাওরায়ে হাদিস সনদধারীদের চাকরি ও উচ্চশিক্ষা নিশ্চিতকরণে ধর্ম উপদেষ্টার সঙ্গে কওমি প্রতিনিধিদের বৈঠক বৈধ পথে বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বাস্থ্য খাতের তাৎক্ষণিক সংস্কারে উদ্যোগের নির্দেশ প্রধান উপদেষ্টার মাতৃভূমি রক্ষায় বিমান বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ: হাসান মাহমুদ খাঁন হজযাত্রীদের সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে পৌঁছানোর নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নতুন দুটি সেক্টর তৈরি করতে চায় বিএসএফ

সাবেক এমপি ফজলে করিমকে ৩ মামলায় শোন অ্যারেস্ট

রাউজান থানার হত্যা চেষ্টা, ভাঙচুর ও নাশকতারসহ ৩ মামলায় রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় মাধ্যমে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট ভবনে আনা হয়। আদালতে প্রবেশর মুখে থেকে আদালতে চারপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

 

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, রাউজান থানার হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতারসহ ৩ মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

 

তিনি আরও বলেন, রাউজান থানার আরেকটি মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছিল। মামলার নথি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে থাকায় মামলাটির শুনানি হয়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় তাকে। পরে গত ১৯ সেপ্টেম্বর এবিএম ফজলে করিম চৌধুরীকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

জনপ্রিয়

আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ আর নেই

সাবেক এমপি ফজলে করিমকে ৩ মামলায় শোন অ্যারেস্ট

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

রাউজান থানার হত্যা চেষ্টা, ভাঙচুর ও নাশকতারসহ ৩ মামলায় রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় মাধ্যমে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম জুডিশিয়াল মাজিস্ট্রেট ভবনে আনা হয়। আদালতে প্রবেশর মুখে থেকে আদালতে চারপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

 

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, রাউজান থানার হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতারসহ ৩ মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

 

তিনি আরও বলেন, রাউজান থানার আরেকটি মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছিল। মামলার নথি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে থাকায় মামলাটির শুনানি হয়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় তাকে। পরে গত ১৯ সেপ্টেম্বর এবিএম ফজলে করিম চৌধুরীকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।