ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ায় বাশারের পিতার মূর্তি গুড়িয়ে দিল জনতা

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রয়াত পিতা হাফিজ আল আসাদের একটি মূর্তি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

 

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানী দামেস্ক শহরের কেন্দ্র থেকে প্রায় দশ কিলোমিটার দূরে জেরমানা এলাকার প্রধান চত্বরে বসানো মূর্তিটি ভেঙে ফেলা হয়।

একজন প্রত্যক্ষদর্শী ও আরও কয়েকজন অধিকারকর্মীর বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। জেরমানা মূলত দ্রুজ অধ্যুষিত শহর। হোমস শহর দখলের পর শনিবার বিদ্রোহীরা যখন দামেস্কের দিকে রওয়ানা হয়, তখন প্রেসিডেন্ট আসাদবিরোধী বিক্ষোভকারীরা মূর্তিটি গুড়িয়ে দেয়।

মূলধারার গণমাধ্যমে হাফিজ আল আসাদের আবক্ষ মূর্তি ভেঙে ফেলার ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।
হাফিজ আল আসাদ সিরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার ছিলেন। ১৯৭১ সালে তিনি সিরিয়ার ক্ষমতা দখল করেন এবং ২০০০ সালে মৃত্যুর আগ পর্যন্ত টানা ২৯ বছর সিরিয়া শাসন করেন।

তার মৃত্যুর পর ছেলে বাশার আল আসাদ ক্ষমতা গ্রহণ করেন এবং বিদ্রোহীদের দামেস্ক দখলের পর রোববার (৮ ডিসেম্বর) তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। এর মধ্যদিয়ে পিতা ও পুত্র মিলে প্রায় ৫৪ বছর স্বৈরশাসনের অবসান ঘটল।

জনপ্রিয়

সিরিয়ায় বাশারের পিতার মূর্তি গুড়িয়ে দিল জনতা

প্রকাশিত: ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রয়াত পিতা হাফিজ আল আসাদের একটি মূর্তি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

 

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানী দামেস্ক শহরের কেন্দ্র থেকে প্রায় দশ কিলোমিটার দূরে জেরমানা এলাকার প্রধান চত্বরে বসানো মূর্তিটি ভেঙে ফেলা হয়।

একজন প্রত্যক্ষদর্শী ও আরও কয়েকজন অধিকারকর্মীর বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। জেরমানা মূলত দ্রুজ অধ্যুষিত শহর। হোমস শহর দখলের পর শনিবার বিদ্রোহীরা যখন দামেস্কের দিকে রওয়ানা হয়, তখন প্রেসিডেন্ট আসাদবিরোধী বিক্ষোভকারীরা মূর্তিটি গুড়িয়ে দেয়।

মূলধারার গণমাধ্যমে হাফিজ আল আসাদের আবক্ষ মূর্তি ভেঙে ফেলার ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।
হাফিজ আল আসাদ সিরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার ছিলেন। ১৯৭১ সালে তিনি সিরিয়ার ক্ষমতা দখল করেন এবং ২০০০ সালে মৃত্যুর আগ পর্যন্ত টানা ২৯ বছর সিরিয়া শাসন করেন।

তার মৃত্যুর পর ছেলে বাশার আল আসাদ ক্ষমতা গ্রহণ করেন এবং বিদ্রোহীদের দামেস্ক দখলের পর রোববার (৮ ডিসেম্বর) তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। এর মধ্যদিয়ে পিতা ও পুত্র মিলে প্রায় ৫৪ বছর স্বৈরশাসনের অবসান ঘটল।