ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চবির চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি চট্টগ্রামে এবার ব্যাটারি রিক্সার গ্যারেজে গিয়ে অভিযান শেখ হাসিনাসহ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লকড’ সরাসরি ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু করল ইউএস-বাংলা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা হজ্বের নতুন বিধিমালা প্রকাশ করল সৌদি আফগানিস্তানের বাগলান প্রদেশে বিগত বছরে ৬ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি গাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ: প্রতিরোধ শক্তির নতুন দিগন্ত আফগান বিমান বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তালিবানের ১০ জন পাইলট

ভারতের সঙ্গে উত্তেজনা, জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

 

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের জন্য ছাত্রনেতা, বড় রাজনৈতিক দল এবং ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে ধারাবাহিক বৈঠকের উদ্যোগ নিয়েছেন। এই বৈঠকগুলোতে দেশের স্বার্থ রক্ষা এবং ভারতের মিডিয়া পরিচালিত মিথ্যা তথ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা হবে।

 

শফিকুল আলম জানান, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউন্সিলের বিতর্কিত রিপোর্ট নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভুল তথ্য প্রচারিত হয়েছে। এই রিপোর্টকে ঘিরে মিথ্যা প্রচারণা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে তিনি অভিযোগ করেন।

 

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আগেই আলোচনা করেছেন এবং ভারতীয় মিডিয়ার কাছে বাংলাদেশে বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

 

শেভরনের বিনিয়োগে নতুন আগ্রহ
প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, মার্কিন কোম্পানি শেভরন বাংলাদেশে দুটি নতুন গ্যাসকূপ খননে আগ্রহ প্রকাশ করেছে। নেত্রকোনার ব্লক ১০ ও ১১-এ অনুসন্ধানের প্রস্তাব নিয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছে।

 

শফিকুল আলম বলেন, “দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং খাতে অগ্রগতি হয়েছে। শেভরনের বিনিয়োগ এ উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।”

 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ ও অপূর্ব জাহাঙ্গীর।

 

সম্পর্কের ভিত্তিতে সমতা ও ন্যায্যতার আহ্বান
ভারতের হাইকমিশনার প্রণব ভার্মার সঙ্গে বৈঠকের বিষয়ে শফিকুল আলম বলেন, “ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে তা ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হতে হবে।”

 

এই পরিস্থিতিতে মিথ্যা তথ্যের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

জনপ্রিয়

চবির চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি

ভারতের সঙ্গে উত্তেজনা, জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

 

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের জন্য ছাত্রনেতা, বড় রাজনৈতিক দল এবং ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে ধারাবাহিক বৈঠকের উদ্যোগ নিয়েছেন। এই বৈঠকগুলোতে দেশের স্বার্থ রক্ষা এবং ভারতের মিডিয়া পরিচালিত মিথ্যা তথ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা হবে।

 

শফিকুল আলম জানান, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউন্সিলের বিতর্কিত রিপোর্ট নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভুল তথ্য প্রচারিত হয়েছে। এই রিপোর্টকে ঘিরে মিথ্যা প্রচারণা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে তিনি অভিযোগ করেন।

 

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আগেই আলোচনা করেছেন এবং ভারতীয় মিডিয়ার কাছে বাংলাদেশে বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

 

শেভরনের বিনিয়োগে নতুন আগ্রহ
প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, মার্কিন কোম্পানি শেভরন বাংলাদেশে দুটি নতুন গ্যাসকূপ খননে আগ্রহ প্রকাশ করেছে। নেত্রকোনার ব্লক ১০ ও ১১-এ অনুসন্ধানের প্রস্তাব নিয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছে।

 

শফিকুল আলম বলেন, “দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং খাতে অগ্রগতি হয়েছে। শেভরনের বিনিয়োগ এ উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।”

 

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ ও অপূর্ব জাহাঙ্গীর।

 

সম্পর্কের ভিত্তিতে সমতা ও ন্যায্যতার আহ্বান
ভারতের হাইকমিশনার প্রণব ভার্মার সঙ্গে বৈঠকের বিষয়ে শফিকুল আলম বলেন, “ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে তা ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হতে হবে।”

 

এই পরিস্থিতিতে মিথ্যা তথ্যের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।