ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা রাচি ক্যাম্পাসের ভেতরে রিকশার ধাক্কায় নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত আটটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি আরিফুল হক।

আফসানা রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে থাকতেন। তার পিতার নাম মো. রেজাউল করিম, মা কিছমত আরা। নিহত রাচির গ্রামের বাড়ি শেরপুর জেলায় হলেও স্থায়ী ঠিকানা রাজধানীর গ্রিন রোডে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি রিকশা তাকে ধাক্কা দেয়। এসময় পাশে থাকা গাছের উপর পড়ে যায় সে।

পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেয়া হয়। অবস্থা গুরুতর দেখে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। তবে  হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।

দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ বলেন, আমরা যখন পেয়েছি তখন চোখের মনি ফিক্সড ছিল। তার হার্টবিট পাইনি, আমরা সাথে সাথে ইসিজি করি। তার বুকের উপর মারাত্মক আঘাতের কালচে চিহ্ন ছিল।

এদিকে, মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তার দাবিতে রাত ৯টায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা রাচি ক্যাম্পাসের ভেতরে রিকশার ধাক্কায় নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত আটটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি আরিফুল হক।

আফসানা রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে থাকতেন। তার পিতার নাম মো. রেজাউল করিম, মা কিছমত আরা। নিহত রাচির গ্রামের বাড়ি শেরপুর জেলায় হলেও স্থায়ী ঠিকানা রাজধানীর গ্রিন রোডে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি রিকশা তাকে ধাক্কা দেয়। এসময় পাশে থাকা গাছের উপর পড়ে যায় সে।

পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেয়া হয়। অবস্থা গুরুতর দেখে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। তবে  হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।

দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ বলেন, আমরা যখন পেয়েছি তখন চোখের মনি ফিক্সড ছিল। তার হার্টবিট পাইনি, আমরা সাথে সাথে ইসিজি করি। তার বুকের উপর মারাত্মক আঘাতের কালচে চিহ্ন ছিল।

এদিকে, মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তার দাবিতে রাত ৯টায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা।