ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৮৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে রবিবার (১৭ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হন। চলতি বছর এটি একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা। এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭৯ হাজার ৯৮৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে আট জন ডেঙ্গু রোগী মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১৫ জনের।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন আছেন ১ হাজার ৬৬৯ জন। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬৬ জন রয়েছেন।