ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

বেতন পেলেন সাড়ে ৩ হাজার শ্রমিক, কারখানা খুলবে কাল

গাজীপুরের টিঅ্যান্ডজেড গ্রুপের পাঁচ কারখানার ৩ হাজার ৬২০ শ্রমিক ও ১২০ কর্মকর্তা-কর্মচারি এক মাসের বকেয়া বেতন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্ধারিত সময়ের তিন দিন আগেই তাঁদের অ্যাকাউন্টে বেতনের অর্থ জমা হয়। অনেক শ্রমিক বিকাশে তাদের বেতন পেয়েছেন।

 

আজ শুক্রবার টিঅ্যান্ডজেড গ্রুপের চেয়ারম্যান হেদায়াতুল হক কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, আগামীকাল শনিবার থেকে কারখানাগুলো পুনরায় চালু হবে। ওইদিন শ্রমিকরা কাজে যোগ দেবেন। কারখানার উৎপাদনে অংশ নিয়ে ক্ষতি পুষিয়ে নিতে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রে জানা গেছে, টিঅ্যান্ডজেড গ্রুপের গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় পাঁচটি কারখানা রয়েছে।

 

এসব কারখানার শ্রমিকদের অক্টোবর ও সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া ছিল। গত ৯ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে প্রায় ২ হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট হয়। টানা তিন দিনের আন্দোলনে স্থবির হয়ে পড়ে গাজীপুর।

পরে সোমবার রাত ১০টার পর ওই সড়কে যান চলাচল শুরু হয়।

পরে শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামানের উদ্যোগে শ্রম মন্ত্রনালয়ে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে সরকার ও মালিকপক্ষের বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকার শ্রমিকদের বেতন পরিশোধের দায়িত্ব গ্রহন করবে।

 

সমঝোতায় বলা হয়, ১৭ নভেম্বরের মধ্যে শ্রমিকদের সেপ্টেম্বর মাসের এবং আগামী ৩০ নভেম্বর অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। গ্রুপের কারখানাগুলো কর্তৃপক্ষ দ্রুত খুলে দেবে।

 

আর ৩০ নভেম্বরের আগে পুনরায় সড়ক অবরোধ করা হলে তা পরিশোধ করা হবে না।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

বেতন পেলেন সাড়ে ৩ হাজার শ্রমিক, কারখানা খুলবে কাল

প্রকাশিত: ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

গাজীপুরের টিঅ্যান্ডজেড গ্রুপের পাঁচ কারখানার ৩ হাজার ৬২০ শ্রমিক ও ১২০ কর্মকর্তা-কর্মচারি এক মাসের বকেয়া বেতন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্ধারিত সময়ের তিন দিন আগেই তাঁদের অ্যাকাউন্টে বেতনের অর্থ জমা হয়। অনেক শ্রমিক বিকাশে তাদের বেতন পেয়েছেন।

 

আজ শুক্রবার টিঅ্যান্ডজেড গ্রুপের চেয়ারম্যান হেদায়াতুল হক কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, আগামীকাল শনিবার থেকে কারখানাগুলো পুনরায় চালু হবে। ওইদিন শ্রমিকরা কাজে যোগ দেবেন। কারখানার উৎপাদনে অংশ নিয়ে ক্ষতি পুষিয়ে নিতে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রে জানা গেছে, টিঅ্যান্ডজেড গ্রুপের গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় পাঁচটি কারখানা রয়েছে।

 

এসব কারখানার শ্রমিকদের অক্টোবর ও সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া ছিল। গত ৯ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে প্রায় ২ হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট হয়। টানা তিন দিনের আন্দোলনে স্থবির হয়ে পড়ে গাজীপুর।

পরে সোমবার রাত ১০টার পর ওই সড়কে যান চলাচল শুরু হয়।

পরে শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামানের উদ্যোগে শ্রম মন্ত্রনালয়ে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে সরকার ও মালিকপক্ষের বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকার শ্রমিকদের বেতন পরিশোধের দায়িত্ব গ্রহন করবে।

 

সমঝোতায় বলা হয়, ১৭ নভেম্বরের মধ্যে শ্রমিকদের সেপ্টেম্বর মাসের এবং আগামী ৩০ নভেম্বর অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। গ্রুপের কারখানাগুলো কর্তৃপক্ষ দ্রুত খুলে দেবে।

 

আর ৩০ নভেম্বরের আগে পুনরায় সড়ক অবরোধ করা হলে তা পরিশোধ করা হবে না।