ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

বিগত সময়ে স্বাধীন সাংবাদিকতা দেখিনি: রোবায়েত ফেরদৌস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেছেন, “প্রতিটি সরকার মিথ্যা বলে ও তথ্য লুকাতে চায়। সাংবাদিকের দায়িত্ব হলো সত্য তুলে ধরা।” তিনি আরও বলেন, স্বাধীন সাংবাদিকতার ঐতিহ্য আমাদের সম্পাদকরাই শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা পাঠাগারে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

রোবায়েত ফেরদৌস বলেন, বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জে একটা মাফিয়া তৈরি হয়েছে। শামীম ওসমান এটা কন্ট্রোল করতেন। পুরো দেশে এমন ছোট-ছোট মাফিয়া তৈরি হয়েছিল। সব মানুষের দেশ বাংলাদেশ হয়নি। হয়েছে লুটেরা ভূমিদস্যু, পাচারকারী, সালমান এফ রহমান, শামীম ওসমান, বেনজীর, মতিউরের রাষ্ট্র হয়েছে। আমার, আপনার রাষ্ট্র হয়নি। জনগণের রাষ্ট্র তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, সরকারকে কাজের জন্য সংসদে জবাবদিহিতা করতে হবে। কিন্তু আমরা দেখেছি ভোটের নামে শেখ হাসিনা কিভাবে প্রহসন করেছেন। এ পার্লামেন্টে কোনো জবাবদিহিতা নেই।

রোবায়েত ফেরদৌস বলেন, সংবিধান সংস্কার করতে হবে, এবং এর সমালোচনাও করতে হবে। শেখ হাসিনার সময়ে প্রশ্ন তোলা যেত না। আমরা দেখেছি শিক্ষক, সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন তোলা, চ্যালেঞ্জ করার ক্ষমতা দিতে হবে। দোষ হাসিনার না, দোষ খালেদার না। যেই সংবিধান আর রাষ্ট্র কাঠামো বানিয়েছি, তার স্ট্র্যাকচারটাই হচ্ছে স্বৈরাচারে পরিণত করা। তাই ক্ষমতাকে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা যায় সেটি ভাবতে হবে

নারায়ণগঞ্জ জেলা সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক ও আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

বিগত সময়ে স্বাধীন সাংবাদিকতা দেখিনি: রোবায়েত ফেরদৌস

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেছেন, “প্রতিটি সরকার মিথ্যা বলে ও তথ্য লুকাতে চায়। সাংবাদিকের দায়িত্ব হলো সত্য তুলে ধরা।” তিনি আরও বলেন, স্বাধীন সাংবাদিকতার ঐতিহ্য আমাদের সম্পাদকরাই শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা পাঠাগারে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

রোবায়েত ফেরদৌস বলেন, বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জে একটা মাফিয়া তৈরি হয়েছে। শামীম ওসমান এটা কন্ট্রোল করতেন। পুরো দেশে এমন ছোট-ছোট মাফিয়া তৈরি হয়েছিল। সব মানুষের দেশ বাংলাদেশ হয়নি। হয়েছে লুটেরা ভূমিদস্যু, পাচারকারী, সালমান এফ রহমান, শামীম ওসমান, বেনজীর, মতিউরের রাষ্ট্র হয়েছে। আমার, আপনার রাষ্ট্র হয়নি। জনগণের রাষ্ট্র তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, সরকারকে কাজের জন্য সংসদে জবাবদিহিতা করতে হবে। কিন্তু আমরা দেখেছি ভোটের নামে শেখ হাসিনা কিভাবে প্রহসন করেছেন। এ পার্লামেন্টে কোনো জবাবদিহিতা নেই।

রোবায়েত ফেরদৌস বলেন, সংবিধান সংস্কার করতে হবে, এবং এর সমালোচনাও করতে হবে। শেখ হাসিনার সময়ে প্রশ্ন তোলা যেত না। আমরা দেখেছি শিক্ষক, সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন তোলা, চ্যালেঞ্জ করার ক্ষমতা দিতে হবে। দোষ হাসিনার না, দোষ খালেদার না। যেই সংবিধান আর রাষ্ট্র কাঠামো বানিয়েছি, তার স্ট্র্যাকচারটাই হচ্ছে স্বৈরাচারে পরিণত করা। তাই ক্ষমতাকে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা যায় সেটি ভাবতে হবে

নারায়ণগঞ্জ জেলা সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক ও আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।