ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সমাবর্তনে আসা সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ হিলি সীমান্তে ধানক্ষেতে ড্রোন, কৃষকের বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ রাতভর কাকরাইলে অবস্থানের পর সকালেও জবি শিক্ষার্থীদের আন্দোলন গাজায় বসতভিটা গুঁড়িয়ে ফিলিস্তিনিদের উৎখাত চায় ইসরাইল: ফাঁস হওয়া বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পের হুমকিকে উপেক্ষা করে দৃঢ় বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাজধানীতে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ১৯টি পশুর হাট, বাদ পড়লো আফতাবনগর ও মেরাদিয়া আট বছর পর সচল জিকে সেচ প্রকল্পের ৩ নম্বর পাম্প, উপকৃত হবেন চার জেলার কৃষক যশোরে জুলাই আহতদের চেক বিতরণে হট্টগোল, ভুয়া অন্তর্ভুক্তির অভিযোগ অসীম ও অপু উকিলের জব্দ সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে একদিনের শোক, ক্লাস ও পরীক্ষা স্থগিত

দুদক প্রধান এবং দুই কমিশনার পদত্যাগ করেছেন

পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ। তিনি ছাড়াও আরো পদত্যাগ করেছেন কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে দুদকের প্রধান কার্যালয় থেকে পুরো কমিশন অফিস ত্যাগ করেন।

 

এ বিষয়ে জানতে চাইলে মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, “এ বিষয়ে একটু পরে কথা বলছি, কিছু জানতে চাইলে সচিবের সঙ্গে কথা বলুন।”

 

দুদকের অন্যান্য কর্মকর্তারা কর্মচারীরা জানিয়েছেন, দুদক চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করার আগে সবার কাছে শেষবারের মতো বিদায় নিয়েছেন।

 

দুদকের আইন অনুযায়ী, কমিশন নিজ পদ থেকে পদত্যাগ করতে হলে অন্তত এক মাস আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। তাদের অব্যাহতি দেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর। তবে মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বাধীন কমিশন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি।

 

আজকে বিকেল ৩টার দিকে সংস্কার কমিশনের সঙ্গে দুদক চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তাদের মতবিনিময় সভা নির্ধারিত ছিল।

 

উল্লেখ্য, ২০২১ সালের ৩রা মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন। পূর্বে তিনি কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন।

জনপ্রিয়

সমাবর্তনে আসা সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

দুদক প্রধান এবং দুই কমিশনার পদত্যাগ করেছেন

প্রকাশিত: ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ। তিনি ছাড়াও আরো পদত্যাগ করেছেন কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে দুদকের প্রধান কার্যালয় থেকে পুরো কমিশন অফিস ত্যাগ করেন।

 

এ বিষয়ে জানতে চাইলে মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, “এ বিষয়ে একটু পরে কথা বলছি, কিছু জানতে চাইলে সচিবের সঙ্গে কথা বলুন।”

 

দুদকের অন্যান্য কর্মকর্তারা কর্মচারীরা জানিয়েছেন, দুদক চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করার আগে সবার কাছে শেষবারের মতো বিদায় নিয়েছেন।

 

দুদকের আইন অনুযায়ী, কমিশন নিজ পদ থেকে পদত্যাগ করতে হলে অন্তত এক মাস আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। তাদের অব্যাহতি দেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর। তবে মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বাধীন কমিশন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি।

 

আজকে বিকেল ৩টার দিকে সংস্কার কমিশনের সঙ্গে দুদক চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তাদের মতবিনিময় সভা নির্ধারিত ছিল।

 

উল্লেখ্য, ২০২১ সালের ৩রা মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন। পূর্বে তিনি কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন।