ঢাকা ১১:১২:২১ এএম, শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

তুরস্কে ভয়াবহ সন্ত্রাসী হামলা ,নিহত ৫ আহত ২২ ।

তুরস্ক ভয়াবহ সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছে। এটি রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান সংস্থার সদর দফতরে সংঘঠিত হয়েছে। এ সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২২ জন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, ‘এই হামলায় সম্ভবত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে জড়িত।’ তবে কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার গভীর রাতে এক ঘোষণায় জানায়, উত্তর ইরাক ও উত্তর সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের নেতৃত্বে বিমান হামলা চালানো হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম সূত্রের খবর, রাজধানী আঙ্কারার কাছে কাহরামানকাজানে হামলা চালিয়েছে জঙ্গিরা। সেখানেই রাষ্ট্রায়ত্ত এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তর রয়েছে। ওই দপ্তরে ঢুকেই হামলা চালায় জঙ্গিরা।

তুরস্কের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। তবে  এসব প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটির প্রশাসন।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ বলেছেন, নিহতদের মধ্যে চারজন টিএআই কর্মচারী। বাকি আরেকজন ট্যাক্সি ড্রাইভার। টিএআই হল তুরস্কের মহাকাশ ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাণিজ্যিক ও সামরিক ব্যবহারের জন্য বিভিন্ন বিমানের নকশা, উন্নয়ন ও উৎপাদনের সাথে সম্পৃক্ত। এটি মার্কিন ডিজাইন করা এফ-১৬ যুদ্ধবিমানের লাইসেন্সপ্রাপ্ত নির্মাতা হিসেবে ন্যাটো সদস্য কর্তৃক মনোনীত কোম্পানি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা এক ক্যাব চালককে হত্যা করেছে। ৫ জনের মৃত্যু হয়েছে ওই হামলায়। ঘটনাস্থল থেকে মুহুর্মুহু গুলি চলার আওয়াজ পাওয়া গেছে। তার পরেই বিরাট বিস্ফোরণের শব্দ শোনা যায়। শিফট পরিবর্তনের সময় বিস্ফোরণটি ঘটেছিল। ইয়ারলিকায়া আরও নিশ্চিত করেছেন, হামলায় আহত ২২ জনের মধ্যে সাতজন বিশেষ অপারেশন বাহিনীর সদস্য ছিলেন।

তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সন্ত্রাসী সংগঠন হিসাবে পিকেকে নিষিদ্ধ। কুর্দি সংখ্যালঘুদের অধিকারের জন্য ১৯৮০ সাল থেকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বর্তমানে রাশিয়ায় ব্রিকস সম্মেলনে রয়েছেন। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় এটিকে ‘ভয়াবহ সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা করেছেন তিনি।

তিনি পরে এক্স-এ একটি দীর্ঘ বিবৃতি পোস্ট করে বলেছেন, ‘যেকোনো সন্ত্রাসী সংগঠন আমাদের নিরাপত্তা বাহিনীকে টার্গেট করার চেষ্টা করলে তাদের লক্ষ্য সফল হবে না।’

দেশটিতে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্সসহ বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাচ্ছে না জানা গেছে। তুরস্কের রেডিও ও টিভি সুপ্রিম কাউন্সিলের সভাপতি ইবুবেকির সাহিন এই ঘটনার সাথে সম্পর্কিত সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা উচিত বলে সতর্ক করেছেন। একই সঙ্গে ব্যবহারকারীদের ‘সন্ত্রাসবাদের উদ্দেশ্য পূরণ করবে’ এমন ছবি শেয়ার না করার জন্য অনুরোধ করেছেন তিনি।

সূত্র: বিবিসি

জনপ্রিয়

সারাদেশে ২৩ মে বিক্ষোভ করবে হেফাজত ইসলাম

তুরস্কে ভয়াবহ সন্ত্রাসী হামলা ,নিহত ৫ আহত ২২ ।

প্রকাশিত: ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

তুরস্ক ভয়াবহ সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছে। এটি রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান সংস্থার সদর দফতরে সংঘঠিত হয়েছে। এ সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২২ জন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, ‘এই হামলায় সম্ভবত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে জড়িত।’ তবে কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার গভীর রাতে এক ঘোষণায় জানায়, উত্তর ইরাক ও উত্তর সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের নেতৃত্বে বিমান হামলা চালানো হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম সূত্রের খবর, রাজধানী আঙ্কারার কাছে কাহরামানকাজানে হামলা চালিয়েছে জঙ্গিরা। সেখানেই রাষ্ট্রায়ত্ত এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তর রয়েছে। ওই দপ্তরে ঢুকেই হামলা চালায় জঙ্গিরা।

তুরস্কের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ঘটনাস্থলে দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। তবে  এসব প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটির প্রশাসন।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ বলেছেন, নিহতদের মধ্যে চারজন টিএআই কর্মচারী। বাকি আরেকজন ট্যাক্সি ড্রাইভার। টিএআই হল তুরস্কের মহাকাশ ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাণিজ্যিক ও সামরিক ব্যবহারের জন্য বিভিন্ন বিমানের নকশা, উন্নয়ন ও উৎপাদনের সাথে সম্পৃক্ত। এটি মার্কিন ডিজাইন করা এফ-১৬ যুদ্ধবিমানের লাইসেন্সপ্রাপ্ত নির্মাতা হিসেবে ন্যাটো সদস্য কর্তৃক মনোনীত কোম্পানি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা এক ক্যাব চালককে হত্যা করেছে। ৫ জনের মৃত্যু হয়েছে ওই হামলায়। ঘটনাস্থল থেকে মুহুর্মুহু গুলি চলার আওয়াজ পাওয়া গেছে। তার পরেই বিরাট বিস্ফোরণের শব্দ শোনা যায়। শিফট পরিবর্তনের সময় বিস্ফোরণটি ঘটেছিল। ইয়ারলিকায়া আরও নিশ্চিত করেছেন, হামলায় আহত ২২ জনের মধ্যে সাতজন বিশেষ অপারেশন বাহিনীর সদস্য ছিলেন।

তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সন্ত্রাসী সংগঠন হিসাবে পিকেকে নিষিদ্ধ। কুর্দি সংখ্যালঘুদের অধিকারের জন্য ১৯৮০ সাল থেকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বর্তমানে রাশিয়ায় ব্রিকস সম্মেলনে রয়েছেন। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় এটিকে ‘ভয়াবহ সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা করেছেন তিনি।

তিনি পরে এক্স-এ একটি দীর্ঘ বিবৃতি পোস্ট করে বলেছেন, ‘যেকোনো সন্ত্রাসী সংগঠন আমাদের নিরাপত্তা বাহিনীকে টার্গেট করার চেষ্টা করলে তাদের লক্ষ্য সফল হবে না।’

দেশটিতে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্সসহ বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাচ্ছে না জানা গেছে। তুরস্কের রেডিও ও টিভি সুপ্রিম কাউন্সিলের সভাপতি ইবুবেকির সাহিন এই ঘটনার সাথে সম্পর্কিত সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা উচিত বলে সতর্ক করেছেন। একই সঙ্গে ব্যবহারকারীদের ‘সন্ত্রাসবাদের উদ্দেশ্য পূরণ করবে’ এমন ছবি শেয়ার না করার জন্য অনুরোধ করেছেন তিনি।

সূত্র: বিবিসি