ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

কানাডার সার্বভৌমত্বে আঘাত করে ভয়াবহ ভুল করেছে ভারত -ট্রুডো

এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গোয়েন্দা সংস্থা ‘র’ কর্মকর্তার নির্দেশে খালিস্তানপন্থি নেতা হারদীপ সিং নিজ্জারকে হত্যা করার দাবি করছে কানাডা। দেশটির কর্মকর্তাদের বরাতে এমন এক প্রতিবেদনে করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এছাড়াও প্রতিবেদনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বিষয়টি অবগত করেছে কানাডা বলেও উল্লেখ করা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তার নির্দেশে হারদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয়েছে। এই বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহেও ভারতের কর্মকর্তারা কাজ করেছেন। ভারত সরকার ও ‘র’ এর জ্যেষ্ঠ কর্মকর্তাসহ দেশটির কূটনীতিকদের কথোপকথন কানাডার কর্তৃপক্ষের কাছে রয়েছে।

এদিকে ভারত ও কানাডার মিত্রদেশ যুক্তরাষ্ট্র এবার দুই দেশের চলমান সংকট নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। নিজ্জার ইস্যুতে নয়াদিল্লী নয়, বরং অটোয়ার পক্ষে অবস্থান নিয়েছে ওয়াশিংটন। ভারতকে কানাডার অভিযোগের গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

গত বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, কানাডার সার্বভৌমত্বে আঘাত করে ভয়াবহ ভুল করেছে ভারত। তবে নয়াদিল্লীর সঙ্গে কোনও দ্বন্দ্বে জড়াতে চান না বলেও জানান ট্রুডো। কানাডার জনগণের সুরক্ষার জন্যই জনসম্মুখে ভারতের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনা করা হচ্ছে বলে জানান

তিনি।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

কানাডার সার্বভৌমত্বে আঘাত করে ভয়াবহ ভুল করেছে ভারত -ট্রুডো

প্রকাশিত: ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গোয়েন্দা সংস্থা ‘র’ কর্মকর্তার নির্দেশে খালিস্তানপন্থি নেতা হারদীপ সিং নিজ্জারকে হত্যা করার দাবি করছে কানাডা। দেশটির কর্মকর্তাদের বরাতে এমন এক প্রতিবেদনে করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এছাড়াও প্রতিবেদনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বিষয়টি অবগত করেছে কানাডা বলেও উল্লেখ করা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তার নির্দেশে হারদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয়েছে। এই বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহেও ভারতের কর্মকর্তারা কাজ করেছেন। ভারত সরকার ও ‘র’ এর জ্যেষ্ঠ কর্মকর্তাসহ দেশটির কূটনীতিকদের কথোপকথন কানাডার কর্তৃপক্ষের কাছে রয়েছে।

এদিকে ভারত ও কানাডার মিত্রদেশ যুক্তরাষ্ট্র এবার দুই দেশের চলমান সংকট নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। নিজ্জার ইস্যুতে নয়াদিল্লী নয়, বরং অটোয়ার পক্ষে অবস্থান নিয়েছে ওয়াশিংটন। ভারতকে কানাডার অভিযোগের গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

গত বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, কানাডার সার্বভৌমত্বে আঘাত করে ভয়াবহ ভুল করেছে ভারত। তবে নয়াদিল্লীর সঙ্গে কোনও দ্বন্দ্বে জড়াতে চান না বলেও জানান ট্রুডো। কানাডার জনগণের সুরক্ষার জন্যই জনসম্মুখে ভারতের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনা করা হচ্ছে বলে জানান

তিনি।