ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
হবিগঞ্জ ৫৫ বিজিবির ৩ দিনে ৪৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থে এক হওয়ার আহ্বান জামায়াত আমিরের রাজনৈতিক উত্তেজনায় সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের ঢাকার দুই সিটির নির্বাচনের শিডিউল ঘোষণায় ৭ দিনের আল্টিমেটাম বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান জানাল আইএসপিআর দেশ ব্যক্তির চেয়ে বড়: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কুরবানির ঈদের আগেই বাজারে আসছে নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় ঝড়ো হাওয়ার শঙ্কায় কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছেন আবহাওয়া অধিদফতর।

 

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান।

 

তিনি জানান, উপকূলজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থা ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। চলতি মাসের ২৬, ২৭ কিংবা ২৮ তারিখের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

 

এছাড়াও আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এদিকে কক্সবাজার সমুদ্রসৈকতে সতর্কতা হিসেবে লাল-হলুদ পতাকা উত্তোলন করা হয়েছে। তবে অনেক পর্যটক সতর্কতা উপেক্ষা করে সমুদ্রে গোসলে নামছেন। তাদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন লাইফগার্ড সদস্য, বীচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ।

জনপ্রিয়

হবিগঞ্জ ৫৫ বিজিবির ৩ দিনে ৪৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

প্রকাশিত: ৫ ঘন্টা আগে

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় ঝড়ো হাওয়ার শঙ্কায় কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছেন আবহাওয়া অধিদফতর।

 

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান।

 

তিনি জানান, উপকূলজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থা ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। চলতি মাসের ২৬, ২৭ কিংবা ২৮ তারিখের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

 

এছাড়াও আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এদিকে কক্সবাজার সমুদ্রসৈকতে সতর্কতা হিসেবে লাল-হলুদ পতাকা উত্তোলন করা হয়েছে। তবে অনেক পর্যটক সতর্কতা উপেক্ষা করে সমুদ্রে গোসলে নামছেন। তাদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন লাইফগার্ড সদস্য, বীচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ।