আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশ হতে ইমারতে ইসলামিয়ার পুলিশ বাহিনীতে ৫০০ জন নতুন সদস্য নিয়োগ প্রদান করা হয়েছে। সম্প্রতি তাদেরকে প্রশিক্ষণ প্রদানের জন্য পারওয়ান প্রদেশে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রমে আত্মনিবেদন করতে সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের উৎসাহিত করেছেন পাঞ্জশির প্রদেশের গভর্নর হাফিজ মুহাম্মদ আগা হাকিম হাফিযাহুল্লাহ।
তিনি বলেন, পাঞ্জশিরের যুবকগণ উৎসাহ-উদ্দীপনার সাথে ইসলামী ব্যবস্থাকে সেবা করতে যোগদান করছেন। তিনি তাদেরকে উম্মাহর মাঝে বিভাজনের চেষ্টাকারীদের উপেক্ষা করতে নসিহত করেন, জনগণের সহযোগিতার প্রতিশ্রুতিই তাদের জন্য যথেষ্ট বলে উল্লেখ করেন।
প্রশিক্ষণ পরবর্তী উক্ত যুবকদের মধ্যে পুলিশ বিভাগের বিভিন্ন দায়িত্ব বণ্টন করে দেয়া হবে। উল্লেখ্য যে, পাঞ্জশির প্রদেশের অসংখ্য যুবককে ইতোপূর্বে ইমারতে ইসলামিয়ার নিরাপত্তা অধিদপ্তরে তালিকাভুক্ত করা হয়েছিল। প্রশিক্ষণ প্রদানের পর তাদেরকে বিভিন্ন দায়িত্বে পদায়ন করা হয়েছে।