২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সাময়িকী টাইম বুধবার ‘টাইম–১০০’ শীর্ষক এই তালিকা প্রকাশ করে, যেখানে ইউনূসকে রাখা হয়েছে ‘লিডার’ (নেতা) বিভাগে।
এই তালিকায় ইউনূসের সঙ্গে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাডো এবং উদ্যোক্তা ইলন মাস্কসহ আরও ২১ জন।
টাইম সাময়িকীতে প্রতিটি প্রভাবশালী ব্যক্তির বিষয়ে সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করা হয়। অধ্যাপক ইউনূস সম্পর্কে লেখাটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
তিনি লেখেন, “গত বছর বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী সরকার অপসারিত হয়। এরপর গণতান্ত্রিক পথে দেশকে এগিয়ে নিতে এগিয়ে আসেন মুহাম্মদ ইউনূস।”
হিলারি আরও উল্লেখ করেন, “গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ইউনূস ক্ষুদ্রঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন করেছেন। তাঁর উদ্যোগ লক্ষাধিক মানুষকে আত্মনির্ভরশীল করেছে। আমার সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল যখন তিনি আরকানসাসে আমাদের সহায়তা করতে এসেছিলেন। তখন থেকেই আমি তাঁর কাজের প্রভাব বিশ্বের নানা প্রান্তে প্রত্যক্ষ করেছি।”
তিনি বলেন, “এখন ইউনূস আবারও তাঁর দেশের ডাকে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে এনে মানবাধিকার, জবাবদিহি এবং একটি ন্যায্য সমাজের ভিত্তি স্থাপন করছেন।”
এটি শুধু ইউনূসের ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্যও একটি গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন অনেকে।