দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৩৫ হাজার ৫০০ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক আতাউর রহমান। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক খায়রুল বাশার, সহকারী পরিচালক ইসমাইল হোসেন ও উপসহকারী পরিচালক আবুল কালাম।
দুদক জানায়, দলিল সম্পাদন, জাবেদা নকল তোলাসহ নানা সেবার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় এবং জমির প্রকৃতি পরিবর্তন করে দলিল রেজিস্ট্রির অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
অভিযানে নকল নবিশ দুলাল চন্দ্র রায়ের কাছ থেকে ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়, যা তিনি স্বীকার করেন ঘুষ হিসেবে নিয়েছেন। অফিস সহকারী লুৎফর রহমানের কাছ থেকে পাওয়া ১১ হাজার ৫০০ টাকা সম্পর্কে তিনি দাবি করেন, তা তার ব্যক্তিগত অর্থ।
দুলাল চন্দ্র রায়কে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে এবং লুৎফর রহমানের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক।