নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পেচি ডুমুরিয়া গ্রামে আহাদ শেখ (৫৫) নামে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
রবিবার (১৩ এপ্রিল) ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা দায়ের করেছেন। শিশুটির মায়ের দাবি, আহাদ (শিক্ষক) প্রাইভেট পড়াতে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে।
নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এই ব্যাপারে তিনি বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টা মামলা হয়েছে। তবে আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।