ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

গণতান্ত্রিক সরকার ছাড়া দীর্ঘদিন দেশ চলুক, বিএনপি তা চায় না: আবদুল আউয়াল মিন্টু

সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করলেও গণতান্ত্রিক ও জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘ সময় দেশ পরিচালনার বিপক্ষে অবস্থান জানিয়েছে বিএনপি। শুক্রবার (১১ এপ্রিল) রাজবাড়ীর বালিয়াকান্দিতে আয়োজিত লাল তীর হাইব্রিড পেঁয়াজ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

 

তিনি বলেন: “সরকার যখন ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলে আবার জুনে বলছে, তখন আমাদের কাছে দ্বিধা লাগে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা জরুরি।”

তিনি আরও বলেন, “এ সরকার গঠনের সময়ও আমরা সমর্থন দিয়েছি, এখনও দিচ্ছি, ভবিষ্যতেও দেব। তবে সংস্কারের দোহাই দিয়ে দীর্ঘদিন নির্দলীয়ভাবে দেশ চালানো চলবে না।”

 

রাজনীতিতে স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রসঙ্গে বলেন:

“বিনিয়োগ সম্মেলনকে সাধুবাদ জানাই। তবে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সরকারের অনুপস্থিতিতে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না। উন্নয়নের জন্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

 

আবদুল আউয়াল মিন্টুর এই বক্তব্য বিএনপির পক্ষ থেকে আসন্ন নির্বাচন এবং রাজনীতির ভবিষ্যৎ গঠন নিয়ে দলের পরিষ্কার ও দায়িত্বশীল অবস্থান প্রতিফলিত করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

গণতান্ত্রিক সরকার ছাড়া দীর্ঘদিন দেশ চলুক, বিএনপি তা চায় না: আবদুল আউয়াল মিন্টু

প্রকাশিত: ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করলেও গণতান্ত্রিক ও জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘ সময় দেশ পরিচালনার বিপক্ষে অবস্থান জানিয়েছে বিএনপি। শুক্রবার (১১ এপ্রিল) রাজবাড়ীর বালিয়াকান্দিতে আয়োজিত লাল তীর হাইব্রিড পেঁয়াজ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

 

তিনি বলেন: “সরকার যখন ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলে আবার জুনে বলছে, তখন আমাদের কাছে দ্বিধা লাগে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা জরুরি।”

তিনি আরও বলেন, “এ সরকার গঠনের সময়ও আমরা সমর্থন দিয়েছি, এখনও দিচ্ছি, ভবিষ্যতেও দেব। তবে সংস্কারের দোহাই দিয়ে দীর্ঘদিন নির্দলীয়ভাবে দেশ চালানো চলবে না।”

 

রাজনীতিতে স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রসঙ্গে বলেন:

“বিনিয়োগ সম্মেলনকে সাধুবাদ জানাই। তবে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সরকারের অনুপস্থিতিতে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না। উন্নয়নের জন্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

 

আবদুল আউয়াল মিন্টুর এই বক্তব্য বিএনপির পক্ষ থেকে আসন্ন নির্বাচন এবং রাজনীতির ভবিষ্যৎ গঠন নিয়ে দলের পরিষ্কার ও দায়িত্বশীল অবস্থান প্রতিফলিত করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।