ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর ঘোষণার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। গোষ্ঠীটি একে একটি “গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ” হিসেবে অভিহিত করেছে।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ মারদাউই বার্তাসংস্থা এএফপি-কে বলেন,
“রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ফ্রান্সের এমন সিদ্ধান্ত গ্রহণ দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে একটি ইতিবাচক পদক্ষেপ।”
এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো গত ৯ এপ্রিল ফ্রান্স-৫ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,
“আমরা আগামী জুন মাসে নিউইয়র্কে জাতিসংঘ কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছি। আমাদের লক্ষ্য, সেই কনফারেন্সে সৌদি আরবসহ একাধিক দেশের সঙ্গে একযোগে একটি যৌথ উদ্যোগ গ্রহণ করা।”
তিনি আরও বলেন,
“আমি কাউকে খুশি করার জন্য এটি করছি না। আমি এটা করছি কারণ আমি মনে করি এটি এখন সঠিক সময় এবং প্রয়োজনীয় একটি পদক্ষেপ।”
ফিলিস্তিনের পক্ষ থেকেও স্বাগত
ফ্রান্সের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। তিনি বলেন,
“ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্রনীতির বাস্তবায়নের পথে একটি সঠিক ও সাহসী সিদ্ধান্ত হবে।”
বিশ্লেষকদের মতে, ফ্রান্স যদি সত্যিই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে এটি শুধু ইউরোপীয় ইউনিয়নের ভেতরেই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে ফিলিস্তিন প্রশ্নে একটি নতুন মোড় আনতে পারে।