ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যেই এই স্বীকৃতি দেওয়া হবে।
বুধবার (৯ এপ্রিল) ফ্রান্স-৫ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, “আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতির পথে এগোতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব। আমাদের লক্ষ্য হলো জুনে নিউইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া, যেখানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়টি চূড়ান্ত করতে পারব।”
তিনি আরও বলেন, “আমি এটি করব, কারণ আমি মনে করি—এই মুহূর্তে এটি সঠিক সিদ্ধান্ত হবে এবং আমি একটি যৌথ উদ্যোগে অংশ নিতে চাই, যেখানে যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন, তারাও ইসরায়েলকে স্বীকৃতি দিতে সম্মত হবেন।”
ফ্রান্সের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন বার্তাসংস্থা এএফপিকে বলেন, “ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের অধিকারের প্রতি সম্মান এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে একটি ইতিবাচক অগ্রগতি হবে।”
তবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। তাদের দাবি, এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ‘অপরিপক্ব সিদ্ধান্ত’ হবে।
ফ্রান্স আগে থেকেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে থাকলেও এটি হবে তাদের পররাষ্ট্র নীতির একটি বড় পরিবর্তন—বিশেষ করে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দিক থেকে।