ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

নেত্রকোনায় গাছে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা—ধোঁয়াশা

নেত্রকোনার মদন উপজেলায় এক গাছে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরি কান্দাপাড়া গ্রামে নিজ বাড়ির সামনের একটি রেইন্ট্রি গাছে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাদের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।

 

নিহতরা হলেন—বাঁশরি কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২৫) ও তার স্ত্রী লিমা আক্তার (২২)। সাত মাস আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। লিমা নেত্রকোনার মদন পৌরসভার ইমদাদপুর গ্রামের চান মিয়ার মেয়ে।

 

আজিজুলের মা আদিনা আক্তার বলেন, “বিকেলে বৌমাকে খুঁজে ঘরে আসি। না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির সামনে পুকুরপাড়ের রেইন্ট্রি গাছে ঝুলন্ত অবস্থায় দুজনকে দেখতে পাই।”

স্থানীয়রা জানান, এমন মর্মান্তিক দৃশ্য দেখে তারা দ্রুত থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মো. নাহিদ হাসান বলেন, “আজিজুল পেশায় রাজমিস্ত্রী। তারা দুজন চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজে যাওয়ার কথা ভাবছিলেন বলে জানা গেছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের পরই নিশ্চিত করে বলা যাবে। মরদেহ সুরতহাল শেষে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

 

তিনি আরও জানান, বিষয়টি তদন্তাধীন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

নেত্রকোনায় গাছে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা—ধোঁয়াশা

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

নেত্রকোনার মদন উপজেলায় এক গাছে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরি কান্দাপাড়া গ্রামে নিজ বাড়ির সামনের একটি রেইন্ট্রি গাছে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাদের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।

 

নিহতরা হলেন—বাঁশরি কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে আজিজুল ইসলাম (২৫) ও তার স্ত্রী লিমা আক্তার (২২)। সাত মাস আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। লিমা নেত্রকোনার মদন পৌরসভার ইমদাদপুর গ্রামের চান মিয়ার মেয়ে।

 

আজিজুলের মা আদিনা আক্তার বলেন, “বিকেলে বৌমাকে খুঁজে ঘরে আসি। না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির সামনে পুকুরপাড়ের রেইন্ট্রি গাছে ঝুলন্ত অবস্থায় দুজনকে দেখতে পাই।”

স্থানীয়রা জানান, এমন মর্মান্তিক দৃশ্য দেখে তারা দ্রুত থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মো. নাহিদ হাসান বলেন, “আজিজুল পেশায় রাজমিস্ত্রী। তারা দুজন চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজে যাওয়ার কথা ভাবছিলেন বলে জানা গেছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের পরই নিশ্চিত করে বলা যাবে। মরদেহ সুরতহাল শেষে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

 

তিনি আরও জানান, বিষয়টি তদন্তাধীন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।