ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বৈষম্যবিরোধী আন্দোলন দমনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার দক্ষিণখান, উত্তরখান ও বাংলামোটর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন—
মারুফ হোসেন সিফাত (২৬), দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।মহর হোসেন দেওয়ান (৫৩), উত্তরখান থানা যুবলীগ নেতা। ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।বোরহানউদ্দিন রাসেল (৪৩), আওয়ামী লীগের একজন সদস্য। তার বিরুদ্ধে দুষ্কৃতির অভিযোগ রয়েছে, যদিও তিনি দলের কোনো শীর্ষ পদে নেই।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।