বাংলাদেশের সঙ্গে পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ সামিট উপলক্ষে দেশটির শীর্ষস্থানীয় কিছু কোম্পানির প্রতিনিধিরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাস। প্রতিনিধি দলে আরও ছিলেন মেটা, ভিসা, শেভরন, উবার, মেটলাইফ, মাস্টারকার্ড, বোয়িং এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালও।
বৈঠকে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও অশুল্ক বাধা দূর করার উদ্যোগকে স্বাগত জানায় এবং বলেন, তারা বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি, স্থিতিশীল ও ফলপ্রসূ বাণিজ্যিক সম্পর্ক গড়তে আগ্রহী।
পিটার হাস বলেন, “মার্কিন কোম্পানিগুলোর বাংলাদেশের প্রবৃদ্ধির গল্পের প্রতি দৃঢ় আস্থা রয়েছে। তারা এখানে দীর্ঘমেয়াদি সমৃদ্ধি, স্থিতিশীলতা ও উদ্যোক্তাদের সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রতিনিধিরা আরও জানান, তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে গঠনমূলক সংলাপ বজায় রেখে কাজ করতে চায়, যাতে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার হয়।
শুল্ক সংক্রান্ত ইস্যুতে নিশা দেশাই বলেন, “মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। আশা করি, আলোচনার মাধ্যমে বাংলাদেশ তাদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরবে।”