সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া বিছট এলাকায় ঈদের দিন খোলপেটুয়া নদীর পানির তোড়ে ১৫০ ফুট দীর্ঘ বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামগুলো। এতে মৎস্য ঘের, ফসলের ক্ষেত তলিয়ে গিয়ে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে, পানি উন্নয়ন বোর্ড অস্থায়ী রিং বাঁধ তৈরি করেছে, তবে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে, এটি একটি অস্থায়ী ব্যবস্থা, যা বড় জোয়ারে টিকবে না।
এলাকাবাসী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ পাশের ঝুঁকিপূর্ণ বাঁধ যে কোনো সময় ভেঙে আবারও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে, রিং বাঁধের উচ্চতা বৃদ্ধি করার কাজ চলছে এবং ঝুঁকিপূর্ণ বাঁধের সংস্কার দ্রুত করা হবে।
এদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং পানি উন্নয়ন বোর্ড ভাঙন এলাকা পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দিলেও, তা এখনও বাস্তবায়ন হয়নি, বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। সেনাবাহিনী, কোস্টগার্ড, জেলা প্রশাসন, এবং স্থানীয়রা এই কাজে সহযোগিতা করে ধন্যবাদ পাওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।