ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করলেন স্বেচ্ছাসেবক দল নেতা!

ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি হলেন মো. মাসুদুর রহমান (৩৮), যিনি ঢাকার সাভারে ভ্যানগাড়িতে সবজি ও ফল বিক্রি করতেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 

নিহতের পরিবার জানায়, বুধবার রাতে বাড়ির সামনে বখাটেদের আড্ডা দেওয়া নিয়ে মাসুদুর রহমানের স্ত্রী আকলিমা ও বোন সীমার সঙ্গে বাকবিতণ্ডার সূত্রপাত হয়। প্রতিবেশী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন এ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন এবং দলবল নিয়ে ওই রাতেই বাড়িতে হামলা চালান। তখন স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে আল আমিন হুমকি দিয়ে চলে যান।

 

পরদিন শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মাসুদুর রহমানের দুই ভাই রায়হান ও মহসিন বাজারে যাওয়ার পথে আল আমিন ও তার সহযোগীরা তাদের মোটরসাইকেলে এসে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর করেন। পরে তারা মাসুদুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে বসতঘরে ব্যাপক ভাঙচুর করেন এবং পরিবারের ছয় সদস্যকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমানকে মৃত ঘোষণা করেন।

 

চিকিৎসক শোভন কুমার বসাক জানান, মাসুদুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তার শরীরে একাধিক জখমের চিহ্ন ছিল, যা পিটিয়ে মারধরের ইঙ্গিত দেয়।

 

এ ঘটনায় দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় একজন নারীসহ আটজনকে আটক করা হয়েছে, তবে প্রধান অভিযুক্ত মোহাম্মদ আল আমিন এখনও পলাতক। মামলা প্রক্রিয়াধীন।

 

চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির শিকদার জানান, এ ঘটনার পর অভিযুক্ত আল আমিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

 

নিহতের চাচা সালাউদ্দিন বলেন, “বাড়ির সামনে বখাটেদের আড্ডা দেওয়ায় নিষেধ করাতেই এই হামলার সূত্রপাত। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করলেন স্বেচ্ছাসেবক দল নেতা!

প্রকাশিত: ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি হলেন মো. মাসুদুর রহমান (৩৮), যিনি ঢাকার সাভারে ভ্যানগাড়িতে সবজি ও ফল বিক্রি করতেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 

নিহতের পরিবার জানায়, বুধবার রাতে বাড়ির সামনে বখাটেদের আড্ডা দেওয়া নিয়ে মাসুদুর রহমানের স্ত্রী আকলিমা ও বোন সীমার সঙ্গে বাকবিতণ্ডার সূত্রপাত হয়। প্রতিবেশী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন এ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন এবং দলবল নিয়ে ওই রাতেই বাড়িতে হামলা চালান। তখন স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে আল আমিন হুমকি দিয়ে চলে যান।

 

পরদিন শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মাসুদুর রহমানের দুই ভাই রায়হান ও মহসিন বাজারে যাওয়ার পথে আল আমিন ও তার সহযোগীরা তাদের মোটরসাইকেলে এসে ঘিরে ফেলে এবং বেধড়ক মারধর করেন। পরে তারা মাসুদুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে বসতঘরে ব্যাপক ভাঙচুর করেন এবং পরিবারের ছয় সদস্যকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমানকে মৃত ঘোষণা করেন।

 

চিকিৎসক শোভন কুমার বসাক জানান, মাসুদুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তার শরীরে একাধিক জখমের চিহ্ন ছিল, যা পিটিয়ে মারধরের ইঙ্গিত দেয়।

 

এ ঘটনায় দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় একজন নারীসহ আটজনকে আটক করা হয়েছে, তবে প্রধান অভিযুক্ত মোহাম্মদ আল আমিন এখনও পলাতক। মামলা প্রক্রিয়াধীন।

 

চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির শিকদার জানান, এ ঘটনার পর অভিযুক্ত আল আমিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

 

নিহতের চাচা সালাউদ্দিন বলেন, “বাড়ির সামনে বখাটেদের আড্ডা দেওয়ায় নিষেধ করাতেই এই হামলার সূত্রপাত। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”