ঢাকা ১০:০৫:৩৫ পিএম, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থী তিন দিনের রিমান্ডে মাদ্রাসার পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচি বদলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ মে অনুষ্ঠিত হবে সমাবেশে পানি ছিটানো নিয়ে সমালোচনার মুখে ডিএনসিসির ব্যাখ্যা সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬৭৩ জন সুন্দরবন দিয়ে ৭৮ জনকে পুশইন করলো বিএসএফ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির গণজমায়েতের ঘোষণা নিখোঁজ বিএনপি নেতা সাজেদুলের বাসায় যাওয়ায় তেজগাঁও থানার এসআই ক্লোজড ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ উচ্চপর্যায়ের টেলিফোন আলোচনা: রোহিঙ্গা সহায়তা ও নারী শিক্ষার্থীদের পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওয়াং। তারা টেলিফোনের মাধ্যমে একটি বৈঠক করেছেন।

বুধবার (২ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় দুই কর্মকর্তা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন। এই টেলিফোন বৈঠক মার্কিন নতুন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

বৈঠকের বরাত দিয়ে প্রেস উইং জানায়, মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলার নতুন আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য সবচেয়ে বড় সহায়তা প্রদানকারী দেশ। ২০১৭ সাল থেকে দেশটি প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।

প্রেস উইং আরও জানায়, গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের মর্যাদাপূর্ণ ‘ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ পুরস্কার দিয়ে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

 

জনপ্রিয়

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থী তিন দিনের রিমান্ডে

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ উচ্চপর্যায়ের টেলিফোন আলোচনা: রোহিঙ্গা সহায়তা ও নারী শিক্ষার্থীদের পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়

প্রকাশিত: ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওয়াং। তারা টেলিফোনের মাধ্যমে একটি বৈঠক করেছেন।

বুধবার (২ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় দুই কর্মকর্তা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন। এই টেলিফোন বৈঠক মার্কিন নতুন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

বৈঠকের বরাত দিয়ে প্রেস উইং জানায়, মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলার নতুন আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য সবচেয়ে বড় সহায়তা প্রদানকারী দেশ। ২০১৭ সাল থেকে দেশটি প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করে আসছে।

প্রেস উইং আরও জানায়, গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের মর্যাদাপূর্ণ ‘ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ পুরস্কার দিয়ে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।