ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
কুরআনী আইনকে কটাক্ষ করে দেওয়া নারী অধিকার সংস্কারের প্রস্তাবনা কমিটিসহ বাতিল এবং আরোও বেশ কিছু দাবী নিয়ে আগামী ৩ মে হেফাজতের মহাসমাবেশের ডাক হিন্দুত্ববাদী স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে মারধর বিতর্কিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের হায়দারাবাদ ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো জনতার বিক্ষোভ পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ করল অন্তবর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন কাশ্মীরে আরও দুই যুবকের সম্পদ জব্দ করলো ভারতীয় পুলিশ চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

আইআইইউসি থেকে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) থেকে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিষয়ে সাতকানিয়া–লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপপরিচালক সুবেল আহমেদের নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম কারাগারে গিয়ে নদভীকে এ জিজ্ঞাসাবাদ করেন।

 

এর আগে গত ১৬ মার্চ দুদকের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ নুরুল ইসলাম নদভীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশটি দেন। দুদক কর্মকর্তা সুবেল আহমেদ  বলেন, আদালতের নির্দেশনার প্রেক্ষিতে আমরা নদভীকে জিজ্ঞাসাবাদ করেছি। অনুসন্ধানের অংশ হিসাবে তাকে এ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, আমরা নদভীর স্ত্রীকেও খুঁজছি। কিন্তু খবর রয়েছে, তিনি দেশে নেই। আদালত সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ওই পদ হারান। এরপর নদভী ও তার সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানির নামে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলে অনুসন্ধানে নামে দুদক। এরই ধারাবাহিকতায় গত জানুয়ারি মাসে নদভীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে দুদকের পক্ষ থেকে আবেদন করা হলে সেটি মঞ্জুর করা হয়। উল্লেখ্য, আওয়ামী সরকার পতন পরবর্তী গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকা থেকে নদভীকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী আছেন।

জনপ্রিয়

কুরআনী আইনকে কটাক্ষ করে দেওয়া নারী অধিকার সংস্কারের প্রস্তাবনা কমিটিসহ বাতিল এবং আরোও বেশ কিছু দাবী নিয়ে আগামী ৩ মে হেফাজতের মহাসমাবেশের ডাক

আইআইইউসি থেকে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) থেকে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিষয়ে সাতকানিয়া–লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপপরিচালক সুবেল আহমেদের নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম কারাগারে গিয়ে নদভীকে এ জিজ্ঞাসাবাদ করেন।

 

এর আগে গত ১৬ মার্চ দুদকের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ নুরুল ইসলাম নদভীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশটি দেন। দুদক কর্মকর্তা সুবেল আহমেদ  বলেন, আদালতের নির্দেশনার প্রেক্ষিতে আমরা নদভীকে জিজ্ঞাসাবাদ করেছি। অনুসন্ধানের অংশ হিসাবে তাকে এ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, আমরা নদভীর স্ত্রীকেও খুঁজছি। কিন্তু খবর রয়েছে, তিনি দেশে নেই। আদালত সূত্র জানায়, সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ওই পদ হারান। এরপর নদভী ও তার সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানির নামে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলে অনুসন্ধানে নামে দুদক। এরই ধারাবাহিকতায় গত জানুয়ারি মাসে নদভীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে দুদকের পক্ষ থেকে আবেদন করা হলে সেটি মঞ্জুর করা হয়। উল্লেখ্য, আওয়ামী সরকার পতন পরবর্তী গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকা থেকে নদভীকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী আছেন।