ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

মাদারীপুরের খোয়াজপুরে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনায় আহত তাজেল হাওলাদারের মৃত্যু

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট গ্রামের আজিজুল হাওলাদারের ছেলে তাজেল হাওলাদারের (১৮) মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই রাজু হাওলাদার। তাজেল এই হত্যাকাণ্ডের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান, এবং এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ মার্চ খোয়াজপুরে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে সাইফুল ও তার ভাই আতাবুর সরদার সরদারবাড়ি জামে মসজিদের ভেতরে আশ্রয় নেন। এরপর হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইকে মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা করে। দুই ভাইকে বাঁচাতে গেলে আরও বেশ কয়েকজন আহত হন, তাদের মধ্যে সাইফুলের আরেক ভাই অলিল সরদার, চাচাতো ভাই পলাশ সরদার (১৭), স্ত্রী সেতু আক্তার এবং স্থানীয় তাজেল হাওলাদারসহ ৮ জন গুরুতর আহত হন।

৮ মার্চে ঘটনার পর তাজেলসহ ৩ জনের অবস্থার অবনতি হয় এবং তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঐ দিনই পলাশ সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাজেল হাওলাদার ৮ দিন চিকিৎসার পর ১৫ মার্চ বাড়ি ফিরে আসেন, তবে দুই দিন পর আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত সাইফুল সরদারের মা সুফিয়া বেগম বাদী হয়ে ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি হোসেন সরদারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, তারা বর্তমানে মাদারীপুর জেলা কারাগারে আছেন।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, “আমরা ইতোমধ্যে জেনেছি যে তাজেল হাওলাদার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার লাশ এখনো ঢাকা মেডিকেলেই রয়েছে।”

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

মাদারীপুরের খোয়াজপুরে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনায় আহত তাজেল হাওলাদারের মৃত্যু

প্রকাশিত: ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট গ্রামের আজিজুল হাওলাদারের ছেলে তাজেল হাওলাদারের (১৮) মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই রাজু হাওলাদার। তাজেল এই হত্যাকাণ্ডের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান, এবং এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ মার্চ খোয়াজপুরে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে সাইফুল ও তার ভাই আতাবুর সরদার সরদারবাড়ি জামে মসজিদের ভেতরে আশ্রয় নেন। এরপর হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইকে মসজিদে ঢুকে কুপিয়ে হত্যা করে। দুই ভাইকে বাঁচাতে গেলে আরও বেশ কয়েকজন আহত হন, তাদের মধ্যে সাইফুলের আরেক ভাই অলিল সরদার, চাচাতো ভাই পলাশ সরদার (১৭), স্ত্রী সেতু আক্তার এবং স্থানীয় তাজেল হাওলাদারসহ ৮ জন গুরুতর আহত হন।

৮ মার্চে ঘটনার পর তাজেলসহ ৩ জনের অবস্থার অবনতি হয় এবং তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঐ দিনই পলাশ সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাজেল হাওলাদার ৮ দিন চিকিৎসার পর ১৫ মার্চ বাড়ি ফিরে আসেন, তবে দুই দিন পর আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত সাইফুল সরদারের মা সুফিয়া বেগম বাদী হয়ে ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি হোসেন সরদারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, তারা বর্তমানে মাদারীপুর জেলা কারাগারে আছেন।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, “আমরা ইতোমধ্যে জেনেছি যে তাজেল হাওলাদার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার লাশ এখনো ঢাকা মেডিকেলেই রয়েছে।”