ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আসছে নতুন নোট, জায়গা পেল অভ্যুত্থানের গ্রাফিতি পাকিস্তান যুদ্ধ শুরু করবে না, ভারত করলে কঠোর জবাব দেওয়া হবে পাকিস্তান-ভারতের পরমাণু যুদ্ধ ২০২৫ সালে, যুক্তরাষ্ট্রের ২০১৯ এর গবেষণা পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের একাধিক চেকপোস্ট ধ্বংস সীমান্তের বাসিন্দাদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দিচ্ছে ভারত মার্কিন বাণিজ্য যুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে চীন’ যুদ্ধের জন্য ‘উচ্চতর প্রস্তুতি’ গ্রহণের ইঙ্গিত প্রধান উপদেষ্টার ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব মেয়াদোত্তীর্ণ দেনা পরিশোধ করল পেট্রোবাংলা হোয়াটসঅ্যাপে যোগ হলো অনুবাদ সুবিধা

রাঙামাটিতে জেএসএস-ইউপিডিএফ ‘বন্দুক যুদ্ধের’ পর বিজিবির গুলি উদ্ধার

রাঙামাটির বরকল উপজেলায় ৪৫ বিজিবি ও ৭ আনসার ব্যাটালিয়নের অভিযানে ১১ রাউন্ড তাজা অ্যামুনেশন এবং ১২ রাউন্ড ব্যবহৃত খালী খোসা উদ্ধারের তথ্য দিয়েছে বিজিবি। শুক্রবার (১৪ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বরকল ৪৫ বিজিবি ব্যাটালিয়ন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে।

 

১২ মার্চ (বুধবার) বরকল উপজেলার রূপবান পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ এবং জেএএস নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাধারণ পাহাড়িরা আতঙ্কিত হয়ে পড়ে। পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা এবং আতঙ্ক দূর করার লক্ষ্যে বিজিবি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় ১৩ মার্চ (বৃহস্পতিবার) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজাছড়া ও রূপবান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ রাউন্ড তাজা অ্যামুনেশন এবং ১২ রাউন্ড ব্যবহৃত খালী খোসা উদ্ধার করা হয়। যে কোনো অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

জনপ্রিয়

আসছে নতুন নোট, জায়গা পেল অভ্যুত্থানের গ্রাফিতি

রাঙামাটিতে জেএসএস-ইউপিডিএফ ‘বন্দুক যুদ্ধের’ পর বিজিবির গুলি উদ্ধার

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

রাঙামাটির বরকল উপজেলায় ৪৫ বিজিবি ও ৭ আনসার ব্যাটালিয়নের অভিযানে ১১ রাউন্ড তাজা অ্যামুনেশন এবং ১২ রাউন্ড ব্যবহৃত খালী খোসা উদ্ধারের তথ্য দিয়েছে বিজিবি। শুক্রবার (১৪ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বরকল ৪৫ বিজিবি ব্যাটালিয়ন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে।

 

১২ মার্চ (বুধবার) বরকল উপজেলার রূপবান পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ এবং জেএএস নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাধারণ পাহাড়িরা আতঙ্কিত হয়ে পড়ে। পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা এবং আতঙ্ক দূর করার লক্ষ্যে বিজিবি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় ১৩ মার্চ (বৃহস্পতিবার) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজাছড়া ও রূপবান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ রাউন্ড তাজা অ্যামুনেশন এবং ১২ রাউন্ড ব্যবহৃত খালী খোসা উদ্ধার করা হয়। যে কোনো অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।