বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, “দেশ নিয়ে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি।” বৃহস্পতিবার (১৩ মার্চ) যশোরের একটি হোটেলে বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপির শীর্ষ নেতারা এবং দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমান উল্লাহ আমান বলেন, “শেখ হাসিনা আক্রোশের বশবর্তী হয়ে গুম, খুন, অত্যাচার-নির্যাতন চালিয়েছেন এবং হাজার হাজার কোটি টাকা লুট করেছেন। তাকে বিচারের মুখোমুখি হতে হবে।” তিনি আরও বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। ভবিষ্যতে নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় আসবে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন:
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম
সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান
কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহইয়া
বিএনপি নেতারা সরকারবিরোধী আন্দোলন আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।