ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

স্বৈরাচারের পুনরাবৃত্তি আর যেন না ঘটে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ হয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে স্বৈরাচারের পুনরাবৃত্তি যেন না ঘটে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এদেশের ছাত্র শ্রমিক জনতা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী করে তুলতে হবে এই দেশকে, দেশের জন্য ত্যাগ কখনো বৃথা যায় না, আর যেন কোন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

স্কাউট জীবনের স্মৃতিচারণ করে ড. মোহাম্মদ ইউনূস বলেন, সপ্তম কমডেকায় অংশগ্রহণকারীরা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় জনগণের কল্যাণে জনস্বাস্থ্য, স্যানিটেশন নিশ্চিতকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকবে। জনকল্যাণমূলক কর্মসূচি পালনে বাংলাদেশ সরকার সবসময় স্কাউটের পাশে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও সপ্তম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়া, বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির সদস্য সচিব ও কমডেকা প্রধান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সদস্য এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামসহ অনেকে।

সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের স্কাউট প্রশিক্ষন কেন্দ্র-২ এ এরই মধ্যে ৩৯৮টি রোভার স্কাউট দলের সদস্য, রোভার লিডার ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতি ও নাম লিপিবদ্ধ করনের মধ্য দিয়ে বুধবার কমডেকার কার্যক্রম শুরু হয়েছে। এর সমাপনী হবে আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)।

এবারের কমডেকাকে আকর্ষণীয় করে রাখতে ‘সেবা সমূহ, মঞ্চায়ন ও স্মৃতির সিড়ি, নামে শিক্ষনীয়, বৈচিত্রময় ও চ্যালেঞ্জিং কর্মকাণ্ড রাখা হয়েছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

স্বৈরাচারের পুনরাবৃত্তি আর যেন না ঘটে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ হয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে স্বৈরাচারের পুনরাবৃত্তি যেন না ঘটে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এদেশের ছাত্র শ্রমিক জনতা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী করে তুলতে হবে এই দেশকে, দেশের জন্য ত্যাগ কখনো বৃথা যায় না, আর যেন কোন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

স্কাউট জীবনের স্মৃতিচারণ করে ড. মোহাম্মদ ইউনূস বলেন, সপ্তম কমডেকায় অংশগ্রহণকারীরা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় জনগণের কল্যাণে জনস্বাস্থ্য, স্যানিটেশন নিশ্চিতকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকবে। জনকল্যাণমূলক কর্মসূচি পালনে বাংলাদেশ সরকার সবসময় স্কাউটের পাশে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও সপ্তম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়া, বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির সদস্য সচিব ও কমডেকা প্রধান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সদস্য এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামসহ অনেকে।

সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের স্কাউট প্রশিক্ষন কেন্দ্র-২ এ এরই মধ্যে ৩৯৮টি রোভার স্কাউট দলের সদস্য, রোভার লিডার ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতি ও নাম লিপিবদ্ধ করনের মধ্য দিয়ে বুধবার কমডেকার কার্যক্রম শুরু হয়েছে। এর সমাপনী হবে আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)।

এবারের কমডেকাকে আকর্ষণীয় করে রাখতে ‘সেবা সমূহ, মঞ্চায়ন ও স্মৃতির সিড়ি, নামে শিক্ষনীয়, বৈচিত্রময় ও চ্যালেঞ্জিং কর্মকাণ্ড রাখা হয়েছে।